পশ্চিমবঙ্গের সদ্যসমাপ্ত উপনির্বাচনে হারার জন্য এনআরসিকে দায়ী করেছে বিজেপি। কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী কমল চন্দ্র সরকার বলেন, ২০১৯ সালের লোকসভা ভোটে বিশাল ব্যবধানে এগিয়ে থাকা সত্ত্বেও আমরা হেরেছি। বাংলায় এনআরসি বাস্তবায়নের বিষয়ে গুরুতর বিভ্রান্তি সৃষ্টি হওয়ার কারণেই আমরা হেরেছি বলে মনে হয়।
কালিয়াগঞ্জে ২ হাজারেরও বেশি ভোটে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। হার স্বীকার করে রীতিমতো হতাশ বিজেপি প্রার্থী কমল চন্দ্র সরকার। তিনি আরও বলেন, এনআরসি নিয়ে মানুষ আমাদের ব্যাখ্যা মেনে নেয়নি। আমরাও এই ইস্যুটি নিয়ে জনগণের কাছে পৌঁছাতে ব্যর্থ হয়েছি।
বিজেপির অভিযোগ, রাজ্যের মানুষকে ভুল বুঝিয়েছে তৃণমূল কংগ্রেস, আর তার প্রভাবেই মানুষ বিভ্রান্ত হয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বিডি প্রতিদিন/ফারজানা