৫ ডিসেম্বর, ২০১৯ ১৯:২১

ভারতে পিয়াজ বিক্রি হচ্ছে ১৫০ টাকা দরে

অনলাইন ডেস্ক

ভারতে পিয়াজ বিক্রি হচ্ছে ১৫০ টাকা দরে

ভারতে পিয়াজের দাম বেড়েই যাচ্ছে। পশ্চিববঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ এবং কলকাতার বাজারেও বুধবার পিয়াজ বিক্রি হয়েছে ১৫০ টাকা কেজি দরে। এর মধ্যে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে গঠিত রাজ্য সরকারের টাস্ক ফোর্সও জানায়, চলতি মাসে সঙ্কট শেষ হওয়ার সম্ভাবনা কম।

মুর্শিদাবাদের হরিহরপাড়া বাজারে এদিন পিয়াজ বিক্রি হয়েছে কেজি-প্রতি ১৫০ টাকায়। নওদার আমতলা বাজারেও পিয়াজের দাম ১৪০-১৫০ টাকা কেজি। কলকাতায় রাজডাঙা বাজারেও পিয়াজ বিক্রি হয়েছে ১৫০ টাকা কেজি দরে। গড়িয়াহাট, মানিকতলা, লেক মার্কেট, ল্যান্সডাউনের বাজারগুলিতে বিক্রি হয় ১৪০ টাকায়। পিয়াজের ঝাঁজ মানুষকে কাঁদিয়ে ছাড়লেও টাস্ক ফোর্সের সদস্যেরা আশার কথা শোনাতে পারেননি। 

টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে জানান, ‘শীতে অন্যান্য সবজির দাম কমতে শুরু করেছে। কিন্তু এ মাসে পিয়াজের সঙ্কট চলবে বলেই আশঙ্কা হচ্ছে।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর