পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, নাগরিকত্ব আইন সভ্যতার, সমাজের লজ্জা। মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আমরা সবাই নাগরিক। মনে রাখবেন, এ রাজ্যে সিএএ, এনআরসি হতে দেব না। এ রাজ্য থেকে কাউকে কোথাও যেতে হবে না। গুজরাট, উত্তরপ্রদেশ আর কর্নাটকে শুধু ওদের সরকার রয়েছে। বাকি গোটা দেশে বিরোধীদের সরকার।’
শুক্রবার শিলিগুড়িতে নাগরিকত্ব আইন বিরোধী মিছিল শুরুর আগে ক্ষুদিরাম মূর্তির সামনে দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মমতা বিজেপির বিরুদ্ধে এনআরসি বাস্তবায়নের বিষয়ে ‘ইচ্ছাকৃতভাবে' বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ তুলে বলেন, বিজেপির নেতারা এই ইস্যুতে পরস্পরবিরোধী বক্তব্য দিচ্ছেন।
এ সময় তিনি আরও বলেন, ভারত সমৃদ্ধ সংস্কৃতি ঐতিহ্যের এক বড় দেশ। প্রধানমন্ত্রী কেন নিয়মিত আমাদের জাতিকে পাকিস্তানের সঙ্গে তুলনা করেন? আপনি ভারতের প্রধানমন্ত্রী নাকি পাকিস্তানের রাষ্ট্রদূত? কেন আপনি প্রতিটি ইস্যুতে পাকিস্তানের উল্লেখ করেন?
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন