৯ জানুয়ারি, ২০২০ ১৭:৩৬

সোনিয়ার ডাকা বৈঠক বয়কট করলেন মমতা

দীপক দেবনাথ, কলকাতা

সোনিয়ার ডাকা বৈঠক বয়কট করলেন মমতা

মমতা ব্যানার্জি ও সোনিয়া গান্ধী

ভারত জুড়ে হরতাল (বন্ধ) এর নামে বাম ও কংগ্রেস পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সহিংসতা চালিয়েছে এমন অভিযোগ তুলে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর ডাকা বিরোধী দলের বৈঠক বয়কট করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগামী ১৩ জনুয়ারি দিল্লিতে ওই বৈঠকের ডাক দিয়েছিলেন সোনিয়া। 

বৃহস্পতিবার মমতা জানিয়ে দেন তিনি ওই বৈঠকে উপস্থিত থাকবেন না। তার অভিযোগ, বাম ও কংগ্রেসের দ্বিচারিতা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না।

তিনি বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি যে, আগামী ১৩ জানুয়ারি সোনিয়া গান্ধীর ডাকা বিরোধী দলের বৈঠক বয়কট করবো। কারণ আমি বাম ও কংগ্রেসের সহিংস আন্দোলন সমর্থন করি না।

বুধবার দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর থেকে মুখ্যমন্ত্রী নিজেও বাম-কংগ্রেসের বিরুদ্ধে গুন্ডাগিরির অভিযোগ তুলে পরিষ্কার জানান "এটা দাদাগিরি, এটা আন্দোলন নয়। এটা গুন্ডামি। আমি এটাকে ধিক্কার জানাচ্ছি।" 

তিনি আরো জানান "আমি এই ইস্যুকে সমর্থন করি, কিন্তু তার জন্য শান্তিপূর্ণ পথ আছে। কিন্তু গায়ের জোরে বন্ধ বা আন্দোলন বাংলায়  করতে দেওয়া হয়নি, হবেও না।" 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর