সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থক ও বিরোধীদের মধ্যে সহিংসতার আগুনে রক্তাক্ত ভারতের রাজধানী। সিএএ-র প্রতিবাদে বিক্ষোভের ছবি দেখা গিয়েছে পশ্চিমবাংলাতেও। এই প্রেক্ষাপটে সিএএ-র সমর্থনে প্রচারে রবিবার কলকাতায় এলেন অমিত শাহ। কলকাতায় বিমানবন্দরে নামতেই তিনি বিক্ষোভের মুখে পড়েন। এছাড়া পার্ক সার্কাসসহ বিভিন্ন স্থানে অমিতের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ করতে দেখা যায় কংগ্রেস সমর্থক ও বামদের।
বিক্ষোভকারীদের কালো পতাকা প্রদর্শন, ‘গো-ব্যাক অমিত শাহ’ লেখা পোস্টার নিয়ে শ্লোগান দিতে দেখা যায়। মূলত সিএএ ও এনপিআরের প্রয়োজনীয়তার কথা তুলে ধরতেই তার এখানে আসা বলে জানাচ্ছে বিজেপি সূত্র। এর প্রতিবাদে পশ্চিমবাংলায় বিক্ষোভ করেছে তৃণমূল ও বামরা। সকাল ১১টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন দেশটির এই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর রাজারহাটে চলে যান। সেখানে এনএসজি-র একটি অনুষ্ঠানে অংশ নেন তিনি। পরে দুপুর দুইটা ৩০ মিনিটে সিএএ-র সমর্থনে শহীদ মিনারে এক সভায় যোগ দেন অমিত শাহ।
উল্লেখ্য, সিএএ-র বিরুদ্ধে রাজ্যে প্রতিবাদ-বিক্ষোভে চললেও বিমানবন্দর ও সভায় অমিত শাহকে অভিনন্দন জানিয়েছে রাজ্য বিজেপি। সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বাংলাতেও তীব্র আন্দোলন চলছে। এর মধ্যেই পশ্চিমবঙ্গে এসে বিক্ষোভের মুখে পড়লেন অমিত শাহ। সূত্র : নিউজ এইট টিন, এই সময় ও আনন্দবাজার পত্রিকা।
বিডি-প্রতিদিন/শফিক