১১ মার্চ, ২০২০ ১৭:২৪

সেই রোদ্দুর রায়ের বিরুদ্ধে থানায় এফআইআর

অনলাইন ডেস্ক

সেই রোদ্দুর রায়ের বিরুদ্ধে থানায় এফআইআর

ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গে রবীন্দ্রসংগীতকে বিকৃত করার অভিযোগে ইউটিউবার রোদ্দুর রায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। তারা জানায় মঙ্গলবার রোদ্দুর রায়ের বিরুদ্ধে কলকাতার বেলেঘাটা থানায় এ অভিযোগ দায়ের করেছে ‘শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ’ নামে একটি সংগঠন।  

শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ বলছে, এই ঘটনা মেনে নেওয়া যায় না। রবীন্দ্রনাথ ঠাকুরের গান বিকৃত করতে এমন অশ্লীল শব্দ ব্যবহারের কোনো অধিকার নেই তার। প্রয়োজনে পশ্চিমবঙ্গের প্রায় সব থানায় আমরা ওর বিরুদ্ধে আরও অভিযোগ দায়ের করব। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে পুলিশ এই ব্যক্তির বিরুদ্ধে এর আগে কোন আইনি পদক্ষেপ নেয়নি। 

এর আগে কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বসন্ত উৎসবে একটি ছবি নিয়ে বিতর্কের পর থেকে রোদ্দুর রায়কে নিয়ে সমালোচনা জোরালো হয়। রবীন্দ্রসংগীতকে বিকৃত করে নিয়মিত প্রচার করেন তিনি। সেই বিকৃত গানে প্রভাবিত হয়েই পিঠে রবীন্দ্রসংগীতের সঙ্গে ওই ধরণের অশ্লীল শব্দ লিখে বসন্ত উৎসবে যোগ দেয় কিছু শিক্ষার্থী। 

সূত্র : এনডিটিভি।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর