ভারতে লকডাউন উপেক্ষা করে খাবার কিনতে গিয়ে গ্রেফতার হলেন এক বাংলাদেশি নাগরিক। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙ্গা থানার মসলন্দপুর এলাকায়।
পুলিশ সূত্রের খবর, বাংলাদেশি যুবকের নাম আল আমিন গাজী (২০)। তার বাড়ি সাতক্ষীরা জেলার পাটখেলঘাটা এলাকায়। ভারতে চলমান লকডাউনের মধ্যে মঙ্গলবার রাতে সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গোবরডাঙ্গায় একটি হোটেলে থাকছিলেন তিনি।
তবে লকডাউনের জেরে খাদ্য সংকটে পড়ে বৃহস্পতিবার রাতে মসলন্দপুর বাইপাস এলাকায় খাবারের খোঁজে বের হলে তাকে ইতস্তত ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। তারাই ওই যুবককে আটক করে প্রথমে জিজ্ঞাসাবাদ করে। পরিচয় নিশ্চিত হবার পরে তাকে তুলে দেওয়া হয় স্থানীয় গোবরডাঙা থানার পুলিশের হাতে।
আটক যুবকের বিরুদ্ধে গোবরডাঙা থানা পুলিশের পক্ষ থেকে ফরেনার অ্যাক্টে মামলা হয়েছে। শুক্রবার তাকে বারাসাত আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের পুলিশি রিমান্ডের নির্দেশ দেন।
বিডি প্রতিদিন/কালাম