ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখার্জিকে শ্রদ্ধা জ্ঞাপন জানিয়েছে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন। মঙ্গলবার সকাল ১১ টায় প্রয়াত সাবেক রাষ্ট্রপতির সরকারি বাসভবনে তার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান। এদিন বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে এক প্রেস বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে।
পুষ্পস্তবক অর্পণকালে বাংলাদেশের অকৃত্তিম বন্ধু ও শুভাকাঙ্খী এই নেতার প্রতি নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। পুষ্পস্তবক অর্পণকালে তিনি প্রয়াত প্রণব মুখার্জির পরিবারের সদস্য-প্রণব পুত্র অভিজিৎ মুখার্জি, ইন্দ্রজিৎ মুখার্জি ও কন্যা শর্মিষ্ঠা মুখার্জি’কে গভীর সমবেদনা জানান। বাংলাদেশের হাইকমিশনারের সাথে সাক্ষাতকালে শর্মিষ্ঠা মুখার্জি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তাদের পরিবারের ধন্যবাদ ও কৃতজ্ঞাতা জ্ঞাপন করেন।
এছাড়াও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী এ.কে. আবদুল .মোমেন’এর পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন হাইকমিশনার।
প্রয়াত প্রণব মুখার্জির প্রতি শ্রদ্ধাজ্ঞাপনে আগামীকাল বুধবার বাংলাদেশ হাইকমিশনের তরফে একটি শোকসভারও আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে বিশিষ্ট সমাজের বিভিন্ন পেশার ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
বিডি প্রতিদিন/হিমেল