১৬ সেপ্টেম্বর, ২০২০ ১৮:২৮

বাবরি মসজিদ মামলার রায় ৩০ সেপ্টেম্বর

দীপক দেবনাথ, কলকাতা

বাবরি মসজিদ মামলার রায় ৩০ সেপ্টেম্বর

আগামী ৩০ সেপ্টেম্বর ভারতের বাবরি মসজিদ ধ্বংস মামলায় রায় দিতে চলেছেন দেশটির বিশেষ সিবিআই আদালত। সেদিন ২৮ বছরের পুরোনো ওই মামলায় অভিযুক্তের তালিকায় থাকা সকলকে আদালতে হাজির থাকতে হবে। বুধবার এই নির্দেশ দিয়েছেন বিচারক সুরেন্দ্র কুমার যাদব। 

অভিযুক্তদের তালিকায় রয়েছেন দেশটির তৎকালীন উপপ্রধানমন্ত্রী ও সিনিয়র বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মুরলী মনোহর যোশী ও উমা ভারতী, সিনিয়র নেতা বিনয় কাটিয়ার, উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী কল্যাণ সিংয়ের মতো হেভিওয়েট বিজেপি নেতা-নেত্রীরা।

 
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর