২৬ অক্টোবর, ২০২০ ১০:৫৩

'ভারতীয়ত্বের প্রমাণ দেওয়ার জন্য যতদিন আইন থাকবে প্রতিবাদ হবে'

দীপক দেবনাথ, কলকাতা:

'ভারতীয়ত্বের প্রমাণ দেওয়ার জন্য যতদিন আইন থাকবে প্রতিবাদ হবে'

ভারতের ‘অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমীন’ (এআইএমআইএম) সভাপতি আসাদুদ্দিন ওয়েইসি বলেছেন ‘আমাদের ভারতীয়ত্বের প্রমাণ দেওয়ার জন্য যতদিন আইন থাকবে, আমরা বার বার তার বিরোধিতা করবো।’ তার অভিমত ‘আমরা বাচ্চা খোকা নই, যে আমাদের ভুল বোঝানো হবে।’ 

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ইস্যুতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত’এর করা এক মন্তব্যের প্রেক্ষিতেই আসাদুদ্দিনের এই প্রতিক্রিয়া। দশেরা উপলক্ষ্যে গতকাল রবিবার নাগপুরে দলের বার্ষিক ভাষণে বক্তব্য রাখতে গিয়ে ভাগবত বলেন ‘সিএএ কোন বিশেষ ধর্মের বিরুদ্ধে নয়। কিন্তু যারা এই নতুন আইনের বিরোধিতা করেছে-তারাই মিথ্যা প্রচারণা করে আমাদের মুসলিম ভাইদের ভুল বুঝিয়েছে যে, নতুন আইনের লক্ষ্য হল মুসলিম জনসংখ্যা নিয়ন্ত্রণ করা।’ 

ভাগবত আরও বলেন ‘সিএএ-কে হাতিয়ার করে সুবিধাবাদীরা প্রতিবাদের সহিংসতা সংগঠিত করেছে। এমনকি যেটা কোনদিন ভাবা যায় নি, সেই করোনা ভাইরাসও প্রবেশ করেছে।’ তাঁর অভিমত ‘স্বাস্থ্যকর রাজনৈতিক প্রতিযোগিতা সবসময় স্বাগতম কিন্তু যে প্রতিযোগিতা বিদ্বেষ, তিক্ততা ও শত্রুতার জন্ম দেয়, সামাজিক অবকাঠামোকে দুর্বল করে তোলে তা কোনভাবেই কাম্য নয়।’ 

ভাগবতের এই মন্তব্যের প্রেক্ষিতেই হায়দরাবাদ লোকসভা কেন্দ্রের এআইএমআইএম সাংসদ বলেন ‘আমরা শিশু নই যে আমাদেরকে বিপথে পরিচালিত করা হবে। সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) এর সম্মিলিত ফল যে কি হবে সে ব্যাপারে বিজেপি পরিস্কার করে কোন কথাই বলেনি।’ 

আসাদুদ্দিন’এর অভিমত ‘নতুন এই আইন যদি মুসলিমদের ব্যাপারে না-ই হয়, তবে ওই আইন থেকে ধর্ম সম্পর্কিত যাবতীয় রেফারেন্স বাদ দেওয়া হোক। যেনে রাখুন, ভারতীয়ত্বের প্রমাণ দিতে হয়-এমন কোন আইন যতদিন থাকবে, আমরা ততদিন এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যাবো।’ 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর