ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বাধীন সরকারকে টার্গেট করে বলেছেন, ‘রাজ্যে কোনও এনআরসি করতে দেব না। এনপিআর করতে দেব না। ক্যা-ক্যা করে মিথ্যে কথা বলে লাভ নেই। আমরা সবাই নাগরিক, এটা মাথায় রাখতে হবে। রাজ্যে কে থাকবে তা রাজ্য সরকার ঠিক করে। কেন্দ্রীয় সরকার নয়।’
তিনি আজ বুধবার উত্তর ২৪ পরগণা জেলার গোপালনগর হাইস্কুল ময়দানে দলীয় এক জনসভায় ওই মন্তব্য করেন। মমতা বলেন, জাতীয় নাগরিকপঞ্জি এনআরসি, জাতীয় জনসংখ্যা নিবন্ধন ‘এনপিআর’-এর নামে বিজেপি বাংলা থেকে বাংলার লোকেদের তাড়িয়ে দিতে চাচ্ছে। এটাই বিজেপি’র কাজ। বাংলার লোকেদের তাড়িয়ে দিয়ে ওরা বাংলাকে ‘গুজরাট’ বানাতে চায়। আমরা বলি তা হবে না- হবে না- হবে না।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরও বলেছেন, বাংলায় যারা বাস করেন তারা সকলেই নাগরিক। সেজন্য আলাদা করে কারও প্রমাণপত্র দেওয়ার প্রয়োজন নেই। একইসঙ্গে তিনি জাতীয় নাগরিকপঞ্জি ‘এনআরসি’এবং জাতীয় জনসংখ্যা নিবন্ধন ‘এনপিআর’ –এর বিরোধিতা করে বাংলায় এনআরসি-এনপিআর করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন। সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক