কলকাতায় বর্ষবরণের রাতে বেপরোয়া বাইক-গাড়ি চালকদের বিরুদ্ধে পুলিশি অভিযানে ১৩৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে ২৬২ লিটার মদ। এছাড়াও বেপরোয়াভাবে এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য আড়াই হাজারের উপরে মামলাও দায়ের করা হয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ৪০টি গাড়ি জব্দ করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ইংরেজি নববর্ষ উদযাপন সামনে রেখে কলকাতায় শহরে আজ সকাল থেকে শুরু করে রাতেও কড়া নজরদারি থাকবে। আইন অমান্য করলেই পদক্ষেপ নেয়া হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন