হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন সৌরভ গাঙ্গুলী। বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যের সাবেক মন্ত্রী সিপিএম নেতা অশোক ভট্টাচার্য দাবি করেছেন, রাজনৈতিক চাপ না নিতে পেরেই নাকি অসুস্থ হয়ে পড়েছেন 'মহারাজ'। খবর এবিপি আনন্দের।
আজ রবিবার দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে 'প্রিন্স অব ক্যালকাটা'কে দেখতে গিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। তার দাবি, সৌরভের উপর (রাজনৈতিক) চাপ দেওয়া হয়েছিল। এটা কিছুতেই কাম্য নয়।
সে অন্য জগতের মানুষ। আমরা চাই, সে সেখানেই থাকুক। কেউ কেউ মনে করছেন, সৌরভকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থসিদ্ধি করা যাবে। চাপ তো সৃষ্টি হয়েছে। রক্তচাপ বেড়েছে। এমনটা আশা ছিল না। আমরা চাই না এমন হোক বলেও অশোক উল্লেখ করেন।
বিডি-প্রতিদিন/শফিক