পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন সিনিয়র অভিনেতা দীপঙ্কর দে। শুক্রবার কলকাতার তৃণমূল কংগ্রেস ভবনে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর হাত থেকে দলীয় পতাকা তুলে নেন তিনি।
দীপঙ্কর দে জানান ‘আমি দীর্ঘদিন ধরেই তৃণমূলের সমর্থক আছি। আমাদের মুখ্যমন্ত্রী আমাকে বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ সম্মাননা প্রদান করেছেন। আমি তৃণমূলের সাথে বেইমানি করতে পারবো না।’ আসন্ন বিধানসভার নির্বাচনে তৃণমূলই ফের ক্ষমতায় আসবে বলেও জানান দীপঙ্কর দে।
দীপঙ্করের সাথেই এদিন তৃণমূলে যোগ দেন সিনেমা ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা ভরত কল, মোহর, জল নূপুর’এর মতো ধারাবাহিকের অভিনেত্রী লাভলি মৈত্র এবং মার্গসঙ্গীত (ক্লাসিক্যাল) শিল্পী ওস্তাদ রশিদ খানের কন্যা শাওনা খান। ব্রাত্য বসু ছাড়াও তৃণমূলের যুব সংগঠনের নেতা তথা অভিনেতা সোহম বাকিদের হাতে দলীয় পতাকা তুলে দেন।
বিনোদন জগতের সেলিব্রিটিদের রাজনীতিতে যোগদান নতুন কিছু নয়। মূলত মমতা ব্যানার্জির হাত ধরেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে সেলেবদের যোগদান শুরু হয়।
শতাব্দী রায়, দীপক অধিকারী (দেব), মুনমুন সেন, সন্ধ্যা রায়, তাপস পাল, ইন্দ্রনীল সেনের মতো অভিনেতা-অভিনেত্রী, সংগীত শিল্পীদের প্রার্থী করে চমকও দেন মমতা। তৃণমূল নেত্রীর দেখানো পথেই বিজেপিও সেলিব্রিটিদের দলে টানতে শুরু করেছে।
বিডি প্রতিদিন/এমআই