পশ্চিমবঙ্গে বিধান সভা নির্বাচনে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারের জন্য রাজ্যে গেলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের পত্নী জয়া বচ্চন।
রবিবার রাতে পশ্চিমবঙ্গে পৌঁছেন জয়া বচ্চন। এই বলিউড অভিনেত্রী শহরে থাকবেন ৮ এপ্রিল পর্যন্ত।
রবিবার সন্ধ্যায় জয়া বচ্চন শহরে নামতেই বিমানবন্দরে তাকে স্বাগত জানান তৃণমূল সংসদ সদস্য ডেরেক ও’ব্রায়েন এবং চন্দ্রিমা ভট্টাচার্য। বিমানবন্দর থেকে বেরোতেই শঙ্খ ও উলুধ্বনিতে বরণ করে নেওয়া হয় জয়াকে।
সোমবার বিকেলে টালিগঞ্জ কেন্দ্রে তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের হয়ে রোড শো করবেন জয়া। তার আগে তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠকও করবেন তিনি। এই কেন্দ্রেই আবার বিজেপির তারকা প্রার্থী বাবুল সুপ্রিয়।
মূলত বিধানসভা ভোটে তৃণমূলকে সমর্থনের কথা জানিয়েছেন উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব। ওই দলের নেত্রী আবার জয়া বচ্চন। সেই সমর্থনের কারণে তৃণমূলের প্রচারে অংশ নিতে শহরে গেলেন নেত্রী।
রাজনৈতিক মহলের মতে, প্রতিপক্ষকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ তৃণমূল সুপ্রিমো। তাই মিঠুনের বিপরীতে আর এক বলিউড স্টারকেই বেছে নিয়েছে মমতা ব্যানার্জি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন