করোনার সংক্রমণ ঠেকাতে পশ্চিমবঙ্গে চলমান বিধি-নিষেধ (লকডাউন)-এর মেয়াদ বাড়িয়ে আগামী ১৫ জুন পর্যন্ত করা হয়েছে।
কোভিড-১৯ সংক্রমণ রোধে গত ১৬ মে থেকে আগামী ৩০ মে পর্যন্ত দুই সপ্তাহ ধরে কঠোর বিধিনিষেধ চালু ছিল, সেই মেয়াদই বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার নবান্নে সংবাদ সম্মেলন করে রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জি বলেন, ‘করোনা সংক্রমণ ঠেকাতে বিভিন্ন ক্ষেত্রে যে বিধি-নিষেধ জারি ছিল তা বাড়িয়ে আগামী ১৫ জুন পর্যন্ত করা হয়েছে। এই সময়কালে রাত ৯ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত জরুরি কারণ ছাড়া যানবাহন, রাস্তায় বের করার ওপরও কড়া নিষেধাজ্ঞা জারি থাকছে। বাজার, হাট, দোকান খোলা থাকবে সকাল ৭ টা থেকে ১০ টা, মিষ্টি দোকান সকাল ১০টা-বিকাল ৫ টা, সোনার দোকান খোলা থাকবে বেলা ১২ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত। রাজ্যের চটকলগুলিতে ৩০ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ বাড়িয়ে ৪০ শতাংশ শ্রমিক নিয়ে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন