নারদ মামলায় চার হেভিওয়েট নেতা গৃহবন্দি থাকবেন না জামিন পাবেন কিংবা তাদের ফের জেলে যেতে হবে কিনা সে সম্পর্কে পাঁচ বিচারপতির বেঞ্চ শুক্রবার রায় দেবে।
বৃহস্পতিবার আড়াই ঘণ্টার শুনানিতে সিবিআই পক্ষের আইনজীবী দেশের সলিসিটার জেনারেল তুষার মেহতা জামিন নাকচ ও মামলাটি অন্য রাজ্যে নিয়ে যাওয়ার পক্ষে সওয়াল করেন। তিনি মমতা বন্দোপাধ্যায়ের সিবিআই অফিস ধর্নায় বসার এবং তৃণমূলের বিক্ষোভের কথা ফের উল্লেখ করেন।
অভিযুক্তদের আইনজীবীরা এবং রাজ্যের এডভোকেট জেনারেল কিশোর দত্ত অবশ্য এর বিরোধিতা করেন। বিচারপতিরা প্রভাবশালীদের প্রভাব খাটানোর চেষ্টার বিরোধিতা করলেও সিবিআইয়ের ভূমিকার সমালোচনা করেন। পাঁচ সদস্যের বেঞ্চ জানিয়েছে, তারা এই মামলার রায় দেবে শুক্রবার।
বিডি প্রতিদিন/আরাফাত