ঘূর্ণিঝড় ‘ইয়াস’ কবলিত এলাকা পরিদর্শন ও ক্ষয়ক্ষতি পর্যালোচনা করতে ওড়িশা ও পশ্চিমবঙ্গ রাজ্য সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার প্রথমে ওড়িশা, পরে পশ্চিমবঙ্গের ইয়াস বিধ্বস্ত এলাকাগুলি আকাশপথে পরিদর্শন করবেন তিনি।
জানা গেছে, এদিন প্রথমে ওড়িশার রাজধানী ভূবনেশ্বর যাবেন মোদি। সেখানে ওড়িশা রাজ্য সরকারের সাথে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি নিয়ে পর্যালোচনা করবেন। এরপর বালেশ্বর, ভদ্রক সহ ওড়িশার ইয়াস কবলিত এলাকাগুলি আকাশপথে পরিদর্শন করবেন। সেখান থেকেই আকাশপথে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার দীঘা হয়ে কলাইকুন্ডা নামবেন মোদি। সেখানেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন মোদি।
তার আগে শুক্রবারই আকাশপথে উত্তর চব্বিশ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর পরিদর্শনে যাবেন মমতা, রিভিও মিটিং সারবেন সংশ্লিষ্ট জেলা শাসকসহ উধ্বর্তন কর্মকর্তাদের সাথেও। সেখান থেকে হেলিকপ্টারে কলাইকুন্ডা নামবেন মুখ্যমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রীর সাথে বৈঠক সেরে তিনি যাবেন দীঘায় এবং সেখানেও জেলার শীর্ষ কর্মকর্তাদের সাথে ঘূর্ণিঝড় পরবর্তী ত্রাণ, পুনর্বাসন নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। শনিবার দীঘা, খেজুরি সহ মেদিনীপুরের ইয়াস দুর্গত এলাকাগুলি আকাশপথে পরিদর্শনের পর কলকাতা ফিরে আসবেন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে মমতা বলেন ‘শুক্রবার কলাইকুন্ডায় প্রধানমন্ত্রী একটা বৈঠক ডেকেছেন। উনি ওড়িশার তিনটি জায়গা পরিদর্শনে যাবেন সেখান থেকে ফেরার পথে দীঘা হয়ে কলাইকুন্ডায় নামবেন। সেখানেই তার সাথে বৈঠকে আমায় ডাকা হয়েছে।’
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন