ভারতের গোয়াবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, "তৃণমূল মরে যাবে কিন্তু আপোস করবে না। তৃণমূলকে একটা সুযোগ দিন। আমরা নতুন সকাল আনবো।" একই সঙ্গে নারী উন্নয়ন এবং গোয়ার তরুণদের উন্নয়নের পক্ষেও কাজ করবেন বলেও জানান তিনি।
পশ্চিমবঙ্গের উন্নয়নে তৃণমূল কংগ্রেস সরকার যে যে উন্নয়ন মূলক কর্মসূচি এনেছে, গোয়ার মাটিতে দাঁড়িয়ে তা তুলে ধরেন মমতা। তিনি বলেন, "গতিধারায় নামে আমরা ট্যাক্সি ড্রাইভারদের আর্থিক সাহায্য দিই। গোয়ায় কর্মসংস্থানের অভাব বাড়ছে। নারীদের উপর অত্যাচার ২৪ শতাংশ বেড়েছে। আমরা নারীদের উন্নয়ন করবো। তরণদের উন্নয়ন করবো। আমাদের দল থেকে পার্লামেন্টে ৪১ শতাংশ নারী প্রতিনিধি। আমরা নারী ও তরুণদের গুরুত্ব দেব। ট্যাক্সি ড্রাইভারদের উন্নয়ন করবো।"
বিডি প্রতিদিন/আরাফাত