বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক সমরেশ মজমুদারের স্ত্রী ধীরা মজুমদার আর নেই। গত শুক্রবার কলকাতার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন ধীরা মজুমদার। বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত শুক্রবার চিকিৎসকদের যাবতীয় চেষ্টা ব্যর্থ করে ইহলোক ত্যাগ করেন তিনি। সেইদিনই নর্থ কলকাতার নিমতলা ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। উল্লেখ্য, ধীরা মজুমদার ভারতের কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক