রাজ্যে রাজ্যে বিএসএফ-এর এখতিয়ার বৃদ্ধি নিয়ে সরব হয়েছিলেন অভিনেত্রী অপর্ণা সেন। এতে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা করেছেন পৃথ্বীশ দাস নামে এক আইনজীবী।
এই অভিনেত্রী-পরিচালক সম্প্রতি সীমান্তরক্ষীদের ক্ষমতা বাড়ানো না পছন্দ বলে মুখ খুলেছিলেন। মামলার বিষয়ে পৃথ্বীশ দাসের দাবি, কেন্দ্রীয় বাহিনীকে অসম্মান করেছেন অপর্ণা সেন। ওই দিন বিএসএফকে নিয়ে মন্তব্যের মাঝেই সীমান্তরক্ষীদের ধর্ষক, খুনীর মতো শব্দ প্রয়োগ করেছেন। যার জেরে আইনি নেটিশ পাঠানো হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
যদিও এই বিষয়ে এদিন কোনওরকম মন্তব্য করেনি অপর্ণা। গত সোমবার কলকাতা প্রেসক্লাবে একটি মানবাধিকার সংগঠনের ডাকা বৈঠকে অপর্ণা সেন তার মন্তব্যে বিএসএফের ক্ষমতা বৃদ্ধির বিষয়টি নিয়ে সমালোচনা করেন।
বিডি-প্রতিদিন/শফিক