তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক ব্যানার্জি আজ সোমবার সকালে ত্রিপুরা যাচ্ছেন।
অভিনেত্রী সায়নী ঘোষ গ্রেফতারের পর রবিবার রাতে যাওয়ার কথা থাকলেও বিমান অবতরণে জটিলতায় সিদ্ধান্তে পরিবর্তন করে তৃণমূল।
সোমবার পূর্ব নির্ধারিত সূচি মেনেই আগরতলা যাবেন অভিষেক। পৌরভোটের প্রচারে তিনি সভাও করবেন।
উত্তর-পূর্বের কয়েকটি রাজ্যের বিমানবন্দরে সন্ধ্যা ৭টার পর বিমান ওঠানামা বন্ধ থাকে। তার মধ্যে পড়ে আগরতলা বিমানবন্দরও। কিন্তু ওই সময়ের মধ্যে অভিষেক সেখানে যেতে পারেননি। তার পরির্বতে রাত ৮টায় বিশেষ বিমানে তিনি আগরতলা যেতে চেয়েছিলেন। সেই মোতাবেক প্রস্তুতিও শুরু হয়েছিল। কিন্তু সেখানেও ব্যাঘাত ঘটল। বিশেষ অনুমতি দেওয়া হল না অভিষেককে। ফলে বাতিল হল তার রবিবারের ত্রিপুরা সফর।
জানা যায়, রবিবার সন্ধ্যায় তিনি কলকাতা বিমানবন্দরে পৌঁছে যান। বিমানবন্দর কর্তৃপক্ষ মারফত জানতে পারেন, নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার কারণে আগরতলা বিমানবন্দরে তিনি নামার অনুমতি পাবেন না। যার কারণে ভঙ্গ হল অভিষেকের যাত্রা।
আগের সূচি অনুযায়ীই সোমবার সকালে ত্রিপুরার মাটিতে পা রাখতে পারেন অভিষেক। অন্যদিকে, ত্রিপুরার পরিস্থিতি নিয়ে সোমবার রাষ্ট্রপতির দ্বারস্থ হতে পারে তৃণমূল।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন