৯ ডিসেম্বর, ২০২১ ০৩:৫০

পশ্চিমবঙ্গে চাকরি পেতে বাংলা ভাষা জানতে হবে : মমতা

অনলাইন ডেস্ক

পশ্চিমবঙ্গে চাকরি পেতে বাংলা ভাষা জানতে হবে : মমতা

মমতা ব্যানার্জী। ফাইল ছবি

চাকরির ক্ষেত্রে স্থানীয় ছেলেমেয়েদের প্রাধান্য দিতে হবে। জানতে হবে আঞ্চলিক ভাষা। রাজ্য সার্ভিসের চাকরির ক্ষেত্রে এমনই নির্দেশ দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশও দেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের

বুধবার মালদহের প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‌‘কর্মসংস্থানের সময় যেন সেই রাজ্যের লোকেরা চাকরি পান। আমি সব রাজ্যের জন্যই বলছি। বাংলা হলে বাংলা রাজ্যের জন্য। বাংলায় যারাই বাস করুন। ভাষায় তিনি রাজবংশী হতে পারেন, কামতাপুরি হতে পারেন। আবার হিন্দি হতে পারে, আমার কোনো আপত্তি নেই। বাংলা ভাষাটা জানতে হবে। বাংলাটা তার ঠিকানা হতে হবে। বিহারে বিহারের লোকেরা পাবেন। না হলে বিহারের লোকেরা বিহারের সরকারকে ধরবেন। উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশের লোকেরা পাবেন। নিশ্চয়ই পাবেন। সব রাজ্যেই সেই রাজ্যের ছেলেমেয়েরা যেন কর্মসৃষ্টিতে কর্ম পান।’

মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় সরকারি চাকরির ক্ষেত্রে তেমন কোনো নিয়মের কথা বলছেন না। কারণ, সেখানে সব রাজ্যের ছেলেমেয়েদের নেওয়া হয়। কিন্তু রাজ্য সার্ভিসের ক্ষেত্রে মেনে চলতে হবে সেই নিয়ম। মমতা বলেন, ‘রাজ্য সার্ভিসের ক্ষেত্রে যে কমিশন আছে, সেখানে রাজ্যের অন্য জায়গা থেকে এসে ভালো নম্বর থাকায় কেউ চাকরি পেয়ে গেলেন। কিন্তু লোকাল ছেলেমেয়েরা পেলেন না। কারণ, তার থেকে নম্বরটা কম। ফলে তিনি (ভিন রাজ্যের প্রার্থী) যখন সরকারের কোনও জায়গায় গিয়ে কাজ করছেন না, সে কিন্তু ভাষাটা জানেন না।’ ফলে কোনও মানুষ যখন একজন বিডিওয়ের কাছে যাচ্ছেন বা এসডিওয়ের কাছে যাচ্ছেন বা স্থানীয় প্রশাসকের কাছে যাচ্ছেন, তখন তিনি (ভিন রাজ্যের প্রার্থী) চিঠি পড়তে পারছেন না। উত্তর দিতেও পারছেন না। তাই স্থানীয় ভাষা জানা ‘মাস্ট’। অন্য ভাষা জানলে কোনও আপত্তি নেই। যেখানে কাজ করবেন, সেখানকার স্থানীয় ভাষা জানা থাকতে হবে। আঞ্চলিক ভাষাটা জানতে হবে। নাহলে জেলায়, ব্লকে কাজ করা যাবে না।’

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 


 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর