বাংলাদেশ থেকে ফিরেই করোনায় আক্রান্ত হলেন এক ভারতীয় নাগরিক। তাকে ভর্তি করা হয়েছে কলকাতার বেলেঘাটা ইনফেকশাস ডিজিজ (আইডি) হাসপাতালে। জিনোম সিকোয়েন্সিংয়ের পরই জানা যাবে ওই ব্যক্তি করোনার কোন ভ্যারিয়েন্টে আক্রান্ত কিনা।
জানা গেছে, কয়েকদিন আগে ৭৬ বছর বয়সী ওই ব্যক্তি বাংলাদেশ থেকে পেট্রপোল-বেনাপোল স্থলবন্দর নিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেন। ওই ব্যক্তির বাড়ি রাজ্যটির উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতে। গত বৃহস্পতিবার রাতে তার করোনার উপসর্গ দেখা দেওয়ায় তার কোভিড-১৯ পরীক্ষা করা হয়। পরদিন শুক্রবার করোনা রিপোর্ট পজিটিভ আসায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেন। এরপরই ওই ব্যক্তিকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে ওই হাসপাতালের বিশেষ ওয়ার্ডে ভর্তি আছেন তিনি।
নাম না জানানোর শর্তে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ‘বাংলাদেশ থেকে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার পরই তার শরীরে এই রোগের নমুনা পাওয়া যায়। তিনি বর্তমানে কোয়ারেন্টাইন ওয়ার্ডে পর্যবেক্ষণে রয়েছেন। তার শরীরের নমুনা নিয়ে জিনোম সিকোয়েন্সের জন্য পাঠানো হয়েছে। যদিও তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।’
সম্প্রতি ব্রিটেন থেকে ফেরা আলিপুরের বাসিন্দা এক নারীও ওমিক্রন সন্দেহে ভর্তি আছেন বেলেঘাটা হাসপাতালের ওই ওয়ার্ডে। ইতিমধ্যেই তিনি কোভিড-১৯ সংক্রমিত। জিনোম সিকোয়েন্সের পরই জানা যাবে তিনি ওমিক্রনে আক্রান্ত কিনা।
বিডি-প্রতিদিন/শফিক