ভারতের পশ্চিমবঙ্গের কাটোয়ায় প্রেমিকার হাতে এক যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এরই মধ্যে ‘ধর্ষণ’-এর অভিযোগে লালচাঁদ শেখ নামের ওই যুবকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, অভিযুক্ত তরুণীর মায়ের অভিযোগের ভিত্তিতে কাটোয়া থানার পুলিশ প্রেমিক লালচাঁকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
প্রেমিকার মায়ের অভিযোগ, অভিযুক্ত প্রেমিক লালচাঁদ তার কিশোরী মেয়েকে ধর্ষণ করেছে। সেই কারণেই লালচাঁদকে প্রাণে মেরে ফেলতে গুলি করে তার মেয়ে। যদিও প্রেমিক লালচাঁদ শেখের মা মর্জিনা বিবি এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি পাল্টা দাবি করেছেন, নিজেদের মেয়েকে বাঁচাতে এখন আমার ছেলের নামে মিথ্যে ধর্ষণের অভিযোগ তুলেছে। আমি তো ওই মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিতে চেয়েছিলাম। মেয়েটি আমার বাড়ি চলেও এসেছিল।
উল্লেখ্য, গত বুধবার রাতে কাটোয়ার সার্কাস ময়দান এলাকায় একটি শপিংমলের পাশের গলিতে প্রেমিক লালচাঁদকে ডেকে বিয়ের প্রস্তাব দেয় ওই তরুণী। তবে প্রেমিক লালচাঁদ সেই প্রস্তাব নাকচ করতেই, তাকে লক্ষ্য করে ওয়ান শাটার পাইপগান থেকে গুলি চালায় প্রেমিকা।
কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে জ্যাকেট ফুটো করে পেট ঘেঁষে বেরিয়ে যায় লালচাঁদ শেখের। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে যায় প্রেমিক লালচাঁদ শেখ। এরপরই অভিযুক্ত প্রেমিকাকে গ্রেফতার করে পুলিশ। তারপরই গতকাল শুক্রবার নতুন মোড় নেয় এই গুলিকাণ্ডে। গ্রেফতার প্রেমিকার মায়ের অভিযোগের ভিত্তিতে প্রেমিক লালচাঁদ শেখকেও গ্রেফতার করে পুলিশ। এখন পুলিশ তদন্ত ছাড়া কোনো সমাধানে যেতে পারছে না।
সূত্র : জি নিউজ।
বিডি-প্রতিদিন/শফিক