কলকাতা পৌরসভায় আট বছর ধরে মেয়রের দায়িত্ব সামলেছেন শোভন চট্টোপাধ্যায়। সেখানেই তিনি এবার ভোট দেননি পছন্দের প্রার্থী না থাকায়। তার ভোট না পেয়েও জিতেছেন স্ত্রী বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়। কলকাতা পুরসভার ১৩১ নম্বর ওয়ার্ডের প্রার্থী ছিলেন রত্না।
সরকারিভাবে এখনও ফল ঘোষণা না হলেও প্রাথমিক ফলাফলের ভিত্তিতে রত্না জানিয়েছেন, শোভন চট্টোপাধ্যায়ের ওয়ার্ডে রেকর্ড ভোটে জিতেছেন তিনি। গত বিধানসভা নির্বাচনে বেহালা পূর্ব কেন্দ্র থেকে বিধায়ক হয়েছেন রত্না। তখনও ১৩১ নম্বর ওয়ার্ড শোভনের দখলেই ছিল। এবার তাও ছিনিয়ে নিলেন রত্না। তার কাছে ভোটের ফলাফলের খবর আসতেই শোভনকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘দেখিয়ে দিলাম স্ট্যান্ড করে।’’
রত্না জানান, ‘‘আমার কাছে যা খবর আছে, তাতে ১০ হাজার ২০৬ ভোটে জিতে গিয়েছি আমি। রেকর্ড ভোটে জিতেছি। এই ওয়ার্ড থেকে এত ব্যবধানে এর আগে কেউ জেতেননি। এই জয় ১৩১ নম্বর ওয়ার্ডের মানুষের জয়।’’
শোভন চট্টোপাধ্যায়ের বিবাহবিচ্ছেদের মামলা এখনও চলছে আদালতে। রত্না বলেন, ‘‘শোভনের হয়তো প্রার্থী পছন্দ হয়নি। কিন্তু এই ওয়ার্ডের মানুষের হয়েছে। বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় আমার মেয়েকে বলে গিয়েছিল, আমি নাকি তাকে ছাড়া স্ট্যান্ড করতে পারব না। আমি স্ট্যান্ড করে দেখিয়ে দিলাম।’’
বিডি প্রতিদিন/ফারজানা