এবার অভিনয়ে অভিষেক হতে চলেছে ওপার বাংলার আলোচিত রাজনীতিবিদ ও পশ্চিমবঙ্গ সরকারের সাবকে মন্ত্রী মদন মিত্রের। এরই মধ্যে তিনি তার প্রথম অভিনীত ছবির ডাবিং শেষ করেছেন।
জানা গেছে, জ্যামি বন্দ্যোপাধ্যায়ের আগামী ছবি ‘হচপচ’-এ দেখা যাবে তাক। মদন ছাড়াও এই ছবিতে রয়েছেন কৌস্তুভ ঘোষ, কার্তিক এ ত্রিপাঠী ও বুদ্ধদেব মুখোপাধ্যায়। অভিনয় করেছেন খোদ পরিচালকও। ছবিটি ওটিটি প্লাটফর্মে রিলিজ হবে।
ভারতীয় গণমাধ্যম বলছে দু’জন গায়কের জীবন এই ছবিতে দেখানো হবে। নতুন অনেক গায়ক অনেক আশা নিয়ে সঙ্গীত দুনিয়ায় পা রাখেন। বিভিন্ন মিউজিক ভিডিও, কিছু শো-ও করে থাকেন। কিন্তু ভাগ্য সহায় না হলে চিরতরে হারিয়ে যান। কিন্তু রাজনীতিবিদ মদন মিত্র তথাকথিত গায়ক না হয়েও জনপ্রিয়তার শীর্ষে। এই বিষয়টিই তুলে ধরা হয়েছে ৯০ মিনিটের সিনেমায়।
উল্লেখ্য, একটু কমেডি ঘরানার গল্প নিয়েই সিনেমাটি তৈরি করা হয়েছে। দু’টি গানও শোনা যাবে এই ছবিতে। এর মধ্যে রয়েছে মদনের আলোচিত গান ‘ও লাভলি’। সূত্র : আজকাল।
বিডি-প্রতিদিন/শফিক