দুই বাংলাদেশি মৎস্যজীবীকে পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে ভারতীয় সেনারা। তাদের বিএসএফ'এর উদ্ধারকারী বোটে তুলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সাথে খাবার ও পোশাক দেওয়া হয়। উদ্ধারকৃত জেলেদের নাম মো. হানিফ (৫০) ও মো. সাইন হাওলাদার (২১)।
হানিফ বাংলাদেশের পটুয়াখালী জেলার মহিপুর থানার অধীন কুয়াকাটার মেলাপাড়া গ্রামের বাসিন্দা, অন্যদিকে সেলিমের বাড়ি একই থানার অধীন যমুনামুখী এলাকায়।
মঙ্গলবার বিএসএফ জানিয়েছে, গত ২১ আগস্ট বিকাল সাড়ে ৪টা নাগাদ বর্ডার সিকিউরিটি ফোর্সের অধীন দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ারের বর্ডার চৌকি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার সমশেরনগরের হাড়িভাঙ্গা নদীতে টহল দিচ্ছিল। এসময় ওই বাংলাদেশি মৎস্যজীবীদের দেখতে পেয়ে বাহিনীর ১১৮ ব্যাটালিয়ন তাদের উদ্ধার করে।
১১৮ ব্যাটালিয়নের কমান্ডিং কর্মকর্তা আর কে ত্রিপাঠি বলেন, সীমান্তে অপরাধ দমনের পাশাপাশি সীমান্ত নিরাপত্তা বাহিনী প্রতিটি সুখে-দুঃখে সীমান্তবাসীর পাশে রয়েছে। করোনার সময় হোক বা সাধারণ পরিস্থিতি হোক সীমান্তের বাসিন্দাদের সাহায্য করতে সীমান্ত নিরাপত্তা বাহিনী সর্বদা প্রস্তুত।
তবে এবারই প্রথম নয়, বঙ্গোপসাগরে মাছ ধরতে বেরিয়ে গত ১৭ আগস্ট থেকে ১৯ আগস্ট প্রাকৃতিক দুর্যোগের হতে পড়েন একাধিক বাংলাদেশি মৎস্যজীবী। এরপর কখনো ভারতীয় উপকূল রক্ষা বাহিনী, স্থানীয় মৎস্যজীবী বা স্থানীয় পুলিশ প্রশাসনের প্রচেষ্টায় প্রায় ৬০ জনের বেশি বাংলাদেশি মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা