ভারত-বাংলাদেশ প্রটোকল রুট ব্যবহার করে কলকাতা থেকে পণ্য পৌঁছে যাবে আসাম, ত্রিপুরা, মেঘালয়সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে।
শনিবার কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর (এসপিএম) থেকে বাংলাদেশের ট্রানজিট ব্যবহার করে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে পণ্যবাহী জাহাজের ট্রায়াল রান শুরু হয়েছে। এদিন একটি কার্গো জাহাজ উত্তর-পূর্ব ভারতের উদ্দেশে রওনা দেয়। এর ফলে কেবল অর্থ বা সময়ই বাঁচবে না, দুই দেশের অর্থনীতিরও ব্যাপক অগ্রগতি হবে।
পতাকা নাড়িয়ে এদিন ট্রায়াল রানের আনুষ্ঠানিক সূচনা করেন এসপিএম'র চেয়ারম্যান বিনীত কুমার। ভারত-বাংলাদেশ প্রটোকল রুট ব্যবহার করে তৃতীয়বারের জন্য এই ট্রায়াল রান শুরু হয়েছে।
চিকেন নেকের বাইরে এই বিকল্প রুট চালু হলে কলকাতা থেকে বাংলাদেশে পণ্য আদান প্রদান যেমন সহজ হবে তেমনি এর পাশাপাশি কলকাতা থেকে এবং বাংলাদেশ হয়ে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতেও পণ্য আদান প্রদান অনেক সহজ ও নিরাপদ হবে বলেও মনে করেন বিনীত কুমার।
বিডি প্রতিদিন/ফারজানা