ফের ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) এর সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলীর হয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
সৌরভ গাঙ্গুলীকে বঞ্চনার অভিযোগে ফের সরব হয়েছেন তিনি। মমতার প্রশ্ন কোন ব্যক্তিগত স্বার্থে সৌরভ কে কেন বঞ্চনা করা হলো? সৌরভকে কেন আইসিসিতে পাঠানো হলো না? সৌরভ ভদ্র বলে কিছু বলেনি। বিষয়টিকে যে সহজভাবে নিচ্ছে না, সে কথা অস্পষ্ট করে দিয়েছেন মমতা।
পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সফর শেষে বৃহস্পতিবার বিকালে কলকাতায় ফিরে, কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে আসেন মুখ্যমন্ত্রী। বেশ কিছুক্ষণ তিনি স্টেডিয়াম এর ভেতরে ছিলেন।
স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় সৌরভ গাঙ্গুলীর হয়ে সরব হন তিনি। মমতা বলেন "আজকে আইসিসির মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিল। সল্টলেকে এসে আমার মনে হল সৌরভকে কিভাবে বঞ্চনা করা হয়েছে। কেন্দ্রের বিজেপি সরকারের অনেককেই আমি ব্যক্তিগতভাবে অনুরোধ জানিয়েছিলাম, সৌরভ তিনবার ডিরেক্টর ছিলেন, ওকে আইসিসিতে পাঠালে দেশের গৌরব বাড়তো। জগমল ডালমিয়া আইসিসি সভাপতি ছিলেন, শারদ পাওয়ারও ছিলেন। তবে কোন অজ্ঞাত কারণে সৌরভ গাঙ্গুলীর মত ছেলেকে বঞ্চিত করা হয়েছে? ওই জায়গাটি অন্য কারো জন্য সংরক্ষণ করে রাখা হয়েছে। কোন ব্যক্তিগত স্বার্থের কারণে দেশের ক্রীড়া প্রেমী মানুষদের বঞ্চিত করে এ কাজটা করতে পারে?
মুখ্যমন্ত্রী আরও জানান, "সৌরভের জায়গায় শচীন টেন্ডুলকার বা আজহারউদ্দিন থাকলেও তিনি তাদেরকেও সমর্থন দিতেন।"
মমতার অভিমত "সৌরভ ভদ্র ছেলে বলে কিছু বলেনি। নিশ্চয়ই ওর মধ্যে ব্যথা হয়েছে, সে ব্যথাটা কাউকে বুঝতে দেয়নি। এটাকে আমরা সহজ ভাবে নিচ্ছি না।"
বিসিসিআই প্রেসিডেন্ট পদ থেকে সৌরভ গাঙ্গুলীর অপসারণকে তিনি রাজনৈতিক প্রতিহিংসার বলেও অভিযোগ করে তিনি জানান, "আমি বলতে চাই এটা খুবই নিন্দনীয় এবং রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ। কোন একটি বিশেষ ব্যক্তিকে প্রাধান্য দিতেই এই কাজ করা হয়েছে জানান মুখ্যমন্ত্রী।
উত্তরবঙ্গ সফরে যাওয়ার পথে গত সোমবারই কলকাতা বিমানবন্দরে সৌরভ গাঙ্গুলীর সমর্থনে মুখ খুলেছিলেন মমতা। সৌরভকে অন্যায় ভাবে বিসিসিআই থেকে অপসারণ করা হয়েছে বলে অভিযোগ ছিল তার।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন