পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে ভারতের সংগীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর ও ক্রিকেটের মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকারের সঙ্গে তুলনা করলেন রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী।
শুক্রবার রাতে উত্তর ২৪ পরগণা জেলার বনগায় বিজয়া সম্মেলনীতে যোগ দিয়ে রাজ এ কথা বলেন। তিনি আরও বলেন, সারা ভারতবর্ষে মমতা একমাত্র মুখ্যমন্ত্রী যে সকলের কথা ভাবেন। তিনি যখন কাজ করেন তখন ভাবেন না সামনের মানুষটা কোন রঙের, কোন রাজনৈতিক দলের। যেমন লতা মঙ্গেশকর-শচীন টেন্ডুলকারদের সৃষ্টিকর্তা পাঠিয়েছেন কোন একটা কাজের জন্য। তেমনই এক নেত্রী মমতা মন্দোপাধ্যায়, যাকে পাঠানো হয়েছে মানুষের সেবা করার জন্য। তাকে সম্মান করা উচিত। যে মানুষটা রাতদিন এক করে মানুষের ভালো থাকার জন্য ছুটে বেড়াচ্ছে, করছে কাজ করছে- তাকে কালিমা লিপ্ত করার চেষ্টা হচ্ছে। কিন্তু তা কেউ করতে পারছে না।
রাজের এই মন্তব্যের পরেই বিতর্কের ঝড় উঠেছে গোটা রাজ্যে। বিজেপি নেতা রাহুল সিনহা বলেছেন, ‘এই সব চাটুকারিতা করে আদতে মনীষীদেরই অপমান করা হচ্ছে।’ সিপিআইএম নেতা ও সাবেক সংসদ সদস্য সুজন চক্রবর্তী বলেন, ‘বর্তমানে রাজ্যের এই দূরবস্থার মধ্যে তৃণমূলের নেতারাই হাসির খোরাক জোগাচ্ছেন।’
বিডি-প্রতিদিন/শফিক