শত ব্যস্ততার মাঝেও এই সময়টা নিজের জন্যই রাখেন তিনি। রাজ্যের প্রশাসনিক প্রধান হয়েও ব্যস্ত সময়ের মধ্যে থেকে একটু সময় বের করে এবছরও দক্ষিণ কলকাতার কালীঘাটে নিজের বাড়িতে কালীপূজা সারলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবারে ৪৪ বছরে পড়ল তার বাড়ির পূজা।
কালীঘাটের বাড়িতে দলীয় কার্যালয়ের পাশেই আয়োজন করা হয় শ্যামা মা’য়ের। পূজা উপলক্ষে লাল-নীল-হলুদ-সবুজ আলোকমালায় সেজে ওঠে গোটা বাড়ি।
১৯৭৮ সালে প্রথমবার কালীপূজা হয় মমতা ব্যানার্জির হরিশ চ্যাটার্জির বাড়িতে। সেই থেকে হয়ে আসছে শক্তির আরাধনা। সোমবার সন্ধ্যা থেকেই পূজা শুরু হয়। চলে গভীর রাত পর্যন্ত। পুরোহিত দিয়ে সমস্ত নিয়ম-নীতি মেনেই পূজার কাজ সম্পন্ন হয়। সকলকে সাথে নিয়ে আরতি, অঞ্জলি দেন মমতা।
এর আগে প্রতিবারের মতো এবারও মায়ের জন্য খিচুরি ভোগ নিজ হাতে তৈরি করেন তিনি। পূজার প্রস্তুতিও সবকিছুই মমতা নিজেই তদারকি করেন। মুখ্যমন্ত্রীর বাড়ির পূজা বলে কথা! তাই এদিন সন্ধ্যার পর থেকেই অতিথির আগমন শুরু হয়। প্রশাসনিক, রাজনৈতিক অতিথিদের পাশাপাশি পরিবারের আত্মীয়রাও উপস্থিত ছিলেন পূজাতে।
স্ত্রীকে সাথে নিয়ে পূজায় অংশ নেন রাজ্যটির রাজ্যপাল লা গনেশন। এছাড়াও মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, সাংসদ দোলা সেন, তৃণমূল বিধায়ক ও অভিনেত্রী জুন মালিয়া, বিধায়ক নির্মল মাঝি, অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জিসহ বিভিন্ন জগতের বিশিষ্টরা পূজায় সামিল হন। ছিলেন অসংখ্য সাধারণ মানুষও। মাঝেমধ্যেই অতিথিদের সঙ্গে খোশগল্পে মেতে উঠতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। নীল পাড়ে সাদা শাড়িতে অতিথিদের স্বাগত জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর বাড়ির পূজা তার অফিশিয়াল ফেসবুক পেজেও লাইভ দেখানো হয়।
পরে ফেসবুকে কিছু ছবি পোস্ট করে সকলকে শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, ‘প্রতি বছর আমার বাড়িতে কালীপূজা হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই এই উৎসবে যোগ দিতে আসেন। এই শুভ দিনে প্রতিবছরের মতো আমরা এবারও মা কালীর জন্য ভোগ প্রস্তুত করেছি। তিনি আপনাদের সকলকে আশীর্বাদ দিন এবং আপনার জীবন সর্বদা শান্তি, ঐক্য এবং সম্প্রীতির সাথে উজ্জ্বল হোক। কালীপূজা এবং দীপাবলির আনন্দময় মুহূর্তে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা।’
বিডি প্রতিদিন/এমআই