কলকাতায় গিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেল এক বাংলাদেশি নারীর। ৫৮ বছর বয়সী শিপ্রা দাস নামে ওই নারী তিনদিন আগে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছিলেন কলকাতার আমরি হাসপাতালে। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ক্যান্সার ও হেপাটাইটিস-বি রোগে আক্রান্ত ছিলেন শিপ্রা দাস। তার বাড়ি নড়াইল সদর উপজেলায়। চিকিৎসা করাতেই গত মাসে কলকাতায় যান তিনি। গত ৩০ অক্টোবর পর্যন্ত আমরি হাসপাতালে ভর্তি ছিলেন শিপ্রা। এরপর দক্ষিণ কলকাতার একটি ভাড়া বাড়িতে উঠলে প্রচণ্ড জ্বর হয় তার। এরপর ফের হাসপাতালে ভর্তি হন তিনি। পরীক্ষায় তার শরীরে ডেঙ্গুর লক্ষণ ধরা পড়ে। তার শরীরে রক্তের প্লাটিলেটও কমে যায়। চিকিৎসকরা তার সুস্থতায় আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হয়।
চিকিৎসকদের অভিমত শারীরিক জটিলতার কারণেই ডেঙ্গু সংক্রমণ মারাত্মক আকার ধারণ করেছিল। এদিকে, ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আতঙ্ক বাড়ছে কলকাতাবাসীর মধ্যে। সংক্রমণ নিয়ন্ত্রণে কলকাতা পৌরসভার পক্ষ থেকে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক