মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

শেয়ারবাজার সঠিক অবস্থানে : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি বলেছেন, চিন্তিত হওয়ার কিছুই নেই, দেশের শেয়ারবাজার সঠিক অবস্থানে রয়েছে। পৃথিবীর সব শেয়ারবাজারে সূচকের ওঠানামা হয়। আমেরিকা, জাপান ও ভারতের মতো দেশেও হয়েছে। বাংলাদেশ এর ব্যতিক্রম নয়। গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে চলমান শেয়ারবাজার পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) জরুরি সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সভায় বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেনসহ কমিশনাররা উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী বলেন, বর্তমান শেয়ারবাজার খারাপ অবস্থানে আছে বলে মনে করি না। অথচ মিডিয়ায় লেখা হচ্ছে, শেয়ারবাজার নেই, বাংলাদেশ নেই, আমরাও নেই। কোথায় সে রকম ঘটনা ঘটেছে? কোথায় শেয়ারবাজার তিন মাস ধরে পতনে রয়েছে? সূচক ৪৫০০ পয়েন্ট ছিল। যেখান থেকে ৫৯০০ পয়েন্টে গিয়েছিল। এখন ৫৩০০ পয়েন্টে নেমে এসেছে। এখানে সূচকধসের কিছু নেই। এটা স্বাভাবিক প্রক্রিয়া। তিনি বলেন, ‘বাজার চলছে সাংবাদিকদের দ্বারা। সাংবাদিকরা চালাচ্ছেন। সাংবাদিকরা যেভাবে লেখেন, তাতে মনে হয় বাজার শেষ! কিন্তু কীভাবে এসব লেখেন, তা আমি জানি না। ৫৯০০ থেকে ৫৩০০ যদি সূচক হয়, এখানে এমন কী হয়ে গেল? জাপানে সূচক ৩৯০০০ থেকে ৭০০০, আমেরিকায় ১৭০০০ থেকে ৭০০০ ও ভারতে ২১০০০ থেকে ৭০০০-এ এসেছিল। ভারতে সেই সূচক এখন ২২০০০-২৩০০০ হাজারে উঠে গেছে। সব জায়গায়ই এমন হয়। কিন্তু সাংবাদিকরা যেভাবে লেখেন, তাতে ভয় পেলে হবে না। অর্থমন্ত্রী বলেন, কদিন পরপর শেয়ারবাজারে পতন হয়। এরই মধ্যে ১৯৯৬ ও ২০১০ সালে দুটি বড় ধস হয়েছে। এর পেছনে নিশ্চয়ই কেউ না কেউ আছেন।

 এদের খুঁজে বের করতে হবে। তিনি বলেন, আমরা চাই বিনিয়োগকারীরা শেয়ারবাজারে আসুক। তারা এলে কর্মসংস্থান হবে, ছেলেমেয়েরা চাকরি পাবে। তবে কাউকে জোর করে আনা যাবে না।

সর্বশেষ খবর