রবিবার, ১০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

শাহজালালে অস্ত্র-গুলিসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক

শাহজালালে অস্ত্র-গুলিসহ যাত্রী আটক

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিদেশি পিস্তল ও ১০০ রাউন্ড গুলিসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস (ডিসিএইচ)। ওই যাত্রীর নাম হাসান আলী। গতকাল ভোরে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে আটক করা হয়।

ডিসিএইচের সহকারী কমিশনার মো. সাজ্জাদ হোসেন জানান, গতকাল ভোরে ইস্তাম্বুল থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে (টিকে-৭১২) ঢাকায় আসেন হাসান। বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়। পরে তার লাগেজ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও ১০০ রাউন্ড গুলি পাওয়া যায়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া জানান, ইতালি থেকে তুরস্ক হয়ে ঢাকায় আসেন হাসান আলী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। হাসানের কাছ থেকে জব্দ অস্ত্র ও গুলি পরীক্ষার জন্য আদালতের মাধ্যমে সিআইডিতে পাঠানো হবে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসান জানিয়েছেন, তিনি ইতালি থেকে ভাতিজার জন্য খেলনা অস্ত্র ও গুলি কিনেছিলেন।

সর্বশেষ খবর