শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
পুলিশের প্রতিবেদন

বিমান ছিনতাই চেষ্টায় পলাশ একাই দায়ী

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

ঢাকা থেকে রওনা হয়ে মাঝআকাশে বিমান ছিনতাই চেষ্টার মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট। গতকাল চট্টগ্রাম মহানগর আদালতের প্রসিকিউশন শাখায় অভিযোগপত্রটি জমা দেওয়া হয়।

তদন্তে এ ঘটনায় পলাশ ছাড়া আর কারও সম্পৃক্ততা পাওয়া যায়নি। যেহেতু আসামি প্যারা কমান্ডো অভিযানে নিহত হয়েছে, তাই মামলা নিষ্পত্তির জন্য চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। প্রতিবেদনে পলাশই ঘটনার মূল হোতা বলে আখ্যায়িত করা হয়। তদন্ত প্রতিবেদনে ৭৯ জনের সাক্ষ্যগ্রহণ করে ৩০৮ পৃষ্ঠার প্রতিবেদন তৈরি করা হয়।

আদালত সূত্রে জানা যায়, গত বছরের ২৪ ফেব্রুয়ারি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং-৭৩৭ উড়োজাহাজ ময়ূরপঙ্খী মাঝআকাশে ছিনতাইয়ের চেষ্টা হয়। প্রায় দুঘণ্টা টানটান উত্তেজনার পর চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমানটি অবতরণের পর কমান্ডো অভিযানে নিহত হন ‘পিস্তলধারী’ এক যুবক। পরে জানা যায়, ওই যুবকের নাম পলাশ আহমেদ, তিনি চিত্রনায়িকা শিমলার সাবেক স্বামী। এই মামলার তদন্তে শিমলাকেও জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ।

সর্বশেষ খবর