বগুড়ার শাজাহানপুরের মালিপাড়ায় শিক্ষকের ছোড়া কলমের আঘাতে দৃষ্টিশক্তি হারাল দুই শিশু শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে গ্রামীণ একাডেমি স্কুল অ্যান্ড কলেজে। ভুক্তভোগী শিক্ষার্থীরা হলো-উপজেলার মালীপাড়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে শাহ আলম এবং রামচন্দ্রপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে সোহান। শাহ আলম ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ও সোহান সপ্তম শ্রেণির ছাত্র। ক্ষতিগ্রস্ত পরিবার ভয়ে বিচারও চাইতে পারছে না। জানা যায়, ক্লাসের পাশাপাশি শাহ আলম ও সোহান ওই বিদ্যালয়ে প্রতিদিন কোচিং করত। শিশু শাহ আলম জানায়, ‘গত ১৪ জানুয়ারি কোচিং করার সময় লিখতে ভুল করায় ম্যাডাম আমার দিকে কলম ছুড়ে মারে। সঙ্গে সঙ্গে চোখ দিয়ে রক্ত পড়তে শুরু করে। এরপর থেকে আর চোখ দিয়ে দেখতে পারছি না।’ শাহ আলমের মা-বাবা জানান, ঘটনার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লুৎফা জাহান ও পরিচালক আবু সাঈদ বাদশা বিদ্যালয়ের সুনাম রক্ষার্থে চুপ থাকতে বলেন এবং চিকিৎসার যাবতীয় ব্যয় বহনের প্রতিশ্রুতি দিয়ে শাহ আলমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কিন্তু চিকিৎসার খরচ বেশি শুনে পরদিন ডাক্তারকে বলে ছাড়পত্র নেওয়া হয়। টাকা জোগাড়ের নামে এক মাস ঘুরিয়ে এক পর্যায়ে চিকিৎসা ব্যয় বহনে অস্বীকৃতি জানায় বিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর নিজেরা বগুড়া চক্ষু ডাক্তারের কাছে গেলে ওই চোখ আর ঠিক হবে না বলে ডাক্তার জানিয়ে দেন। এদিকে শিশু সোহানের মা আনজুয়ারা বেগম বলেন, ওই বিদ্যালয়ের শিক্ষকের কলমের আঘাতে তার ছেলে সোহানের এক চোখ অন্ধ হয়ে গেছে। অনেক দিন চিকিৎসা করেও ভালো হয়নি। ঠিকমতো দেখতে না পারায় তাকে পাশের ভান্ডারপাইকা গ্রামে হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে স্কুলটির পরিচালক আবু সাঈদ বাদশা ও প্রধান শিক্ষিকা লুৎফা জাহান বলেন, ‘এসব তো পুরনো কথা। নতুন করে বলার কী আছে? দুর্ঘটনা তো ঘটতেই পারে। সব কিছুর দায় তো প্রতিষ্ঠান নিতে পারে না।’ শাজাহানপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌফিক আজিজ বলেন, এ বিষয়ে জানানো হয়নি। তবে এ ধরনের ঘটনা ঘটলে ওই শিক্ষককে অবশ্যই আইনের আওতায় আনা জরুরি।
শিরোনাম
- শেখ হাসিনার রায় নিয়ে যা বলল জাতিসংঘ
- গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে জাতিসংঘের অনুমোদন, হামাসের প্রত্যাখ্যান
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক