শিরোনাম
শুক্রবার, ১৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা ডাকাত নিহত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে র‌্যাব’র সঙ্গে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপের দুই সদস্য নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল রাত সাড়ে ১২টার দিকে টেকনাফের শামলাপুর মেরিন ড্রাইভ সংলগ্ন সৈকতে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন কক্সবাজারের রামু উমখালী এলাকার আব্দুস শুক্কুরের ছেলে সাইফুল ইসলাম(৩৮) ও টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার নুর আহমদের ছেলে নুর কামাল (৩৪)। র‌্যাব ১৫ টেকনাফ ক্যাম্প কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব জানান, ডাকাত জকির গ্রুপের সদস্যরা শামলাপুর ঝাউবাগানে অবস্থান করছে এমন খবরে র‌্যাব-১৫ এর একটি দল সেখানে অভিযানে যায়। এ সময় ডাকাত দলের সদস্যরা র‌্যাব’র উপর গুলিবর্ষণ শুরু করে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করলে উভয় পক্ষে ১৫-২০ মিনিট গুলিবিনিময় হয়। এক পর্যায়ে ডাকাত দলের সদস্যরা পিছু হটলে ঘটনাস্থলে দুই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসময় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ম্যাগজিনসহ একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি, একটি লম্বা বন্দুক, ৫ রাউন্ড কার্টুজ, দুই রাউন্ড খালি খোসা ও ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, নিহতরা পুরান রোহিঙ্গা। তাদের মধ্যে সাইফুল জকিরের সেকেন্ড ইন কমান্ড ও গ্রুপের অস্ত্র সংগ্রহের কাজ করতেন।

 অন্যদিকে নুর কামাল কয়েকমাস আগে মোছনী এলাকায় মাদক উদ্ধার অভিযানে গেলে র‌্যাব সদস্যদের উপর গুলিবর্ষণ মামলার আসামি।

সর্বশেষ খবর