রবিবার, ২৯ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

কঠিন প্রতিশোধের ঘোষণা ইরানের

জড়িত ইসরায়েল : যুক্তরাষ্ট্র

প্রতিদিন ডেস্ক

কঠিন প্রতিশোধের ঘোষণা ইরানের

বিজ্ঞানী ফাখরিজাদে হত্যা

ইরানের খ্যাতিমান বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যার ঘটনায় কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইরানি নেতারা।

সেনাপ্রধানের তরফ থেকে বলা হয়েছে, হত্যার কঠিন প্রতিশোধ নেওয়া হবে। এদিকে তিন মার্কিন কর্মকর্তা বলেছেন, হত্যাকান্ডের ঘটনায় ইসরায়েল জড়িত। সূত্র : পার্স টুডে, নিউইয়র্ক টাইমস। গত শুক্রবার সন্ধ্যায় ইরানের রাজধানী তেহরানের অদূরে দামাভান্দ কাউন্টির আবসার্দ শহরের একটি সড়কে সশস্ত্র সন্ত্রাসীরা ফাখরিযাদেকে বহনকারী গাড়িতে হামলা চালায়। এ সময় তার দেহরক্ষীদের সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ হয় এবং মোহসেন ফাখরিজাদে গুরুতর আহত হন। পরে হাসপাতালে তিনি মারা যান। এ বিষয়ে গতকাল ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই’র সাবেক প্রধান ও পরমাণু বিজ্ঞানী  ফেরেইদুন আব্বাসি বলেন, দেশের কৌশলগত গবেষণাকর্ম বাধাগ্রস্ত করতেই ফাখরিজাদেকে হত্যা করা হয়েছে। নিউজ চ্যানেল প্রেস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও জানান, ১০ বছর আগে তিনি নিজেও হামলার শিকার হয়েছিলেন। এ ধরনের হামলার একটি অভিন্ন লক্ষ্য হচ্ছে ইরানের  বৈজ্ঞানিক সমাজে ভীতি ছড়িয়ে দেওয়া যাতে দেশের  কৌশলগত গবেষণা বন্ধ হয়ে যায় এবং ইরান যাতে এসব ক্ষেত্রে সাফল্য অর্জন করতে না পারে। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর  জেনারেল মোহাম্মাদ বাকেরি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিশিষ্ট পদার্থবিজ্ঞানী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সংস্থার  চেয়ারম্যান মোহসেন ফাখরিজাদে হত্যার কঠিন প্রতিশোধ নেবে তেহরান। তিনি শুক্রবার রাতে এক বার্তায় ঘোষণা করেন, বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তি ও শয়তান ইহুদিবাদী সরকারের ভাড়াটে সন্ত্রাসীরা ইরানের আরেকজন বিজ্ঞানীকে নির্মমভাবে হত্যা করেছে। এদিকে পদার্থবিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যাকান্ডের ঘটনায় ইসরাইল জড়িত বলে তিনজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। এ খবর দিয়ে আমেরিকার প্রভাবশালী পত্রিকা দৈনিক নিউইয়র্ক টাইমস উল্লেখ করেছে, আমেরিকার এই তিন কর্মকর্তার মধ্যে দুজন গোয়েন্দা কর্মকর্তা রয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর