শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ইশরাকের গাড়িবহরে পথে পথে বাধার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা থেকে গাড়িবহর নিয়ে বরিশাল যাওয়ার পথে ফেরিঘাটে পুলিশি বাধার সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেন। গতকাল ভোরে বরিশালের উদ্দেশে রওনা হওয়ার পর বেলা সোয়া ১০টার দিকে গাড়িবহর মাওয়া ফেরিঘাটে পৌঁছালে পুলিশ বাধা দেয় বলে গণমাধ্যমকে জানান ইশরাক হোসেন। গাড়িবহরে থাকা ইশরাকের ব্যক্তিগত সহকারী সুজন মাহমুদ জানান, মাওয়া ফেরিঘাটে ঢাকা দক্ষিণ সিটিতে বিএনপির হয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করা ইশরাক হোসেনের গাড়িবহর পৌঁছালে পুলিশ এতে বাধা দেয়। এমনকি গাড়ির চালকদের ভয়ভীতি দেখিয়ে গাড়ি রেখে চলে যেতে বাধ্য করা হয়। পরে ট্রলারযোগে বরিশালে বিএনপির সমাবেশে যাওয়ার উদ্দেশে রওয়ানা দেন ইশরাকসহ নেতা-কর্মীরা। কিন্তু মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ী ঘাটে ইশরাক হোসেন ও তার সঙ্গীরা পৌঁছালে ঘাট এলাকার সব যানবাহন বন্ধ করে দেওয়া হয়। পরে স্থানীয় এক নেতার গাড়ি নিয়ে সমাবেশের উদ্দেশে রওনা দেন ইশরাক। এদিকে সমাবেশ উপলক্ষে বুধবার রাতে লঞ্চে করে ঢাকা থেকে বরিশালে পৌঁছেছেন কয়েক হাজার নেতা-কর্মী।

সর্বশেষ খবর