শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

পরাধীন ইসিকে দিয়ে সুষ্ঠু ভোট সম্ভব নয়

-আল্লামা সৈয়দ বাহাদুর শাহ

পরাধীন ইসিকে দিয়ে সুষ্ঠু ভোট সম্ভব নয়

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ বলেছেন, বর্তমান নির্বাচনব্যবস্থার প্রতি জনগণের আস্থা নেই। বর্তমানে নির্বাচন কমিশন (ইসি) এতটাই অযোগ্য যে তারা নির্বাচনকে একটা জোকস তথা প্রহসনে পরিণত করেছে। এ রকম মেরুদন্ডহীন পরাধীন অযোগ্য ইসির পক্ষে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। গতকাল   বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। আল্লামা সৈয়দ বাহাদুর শাহ বলেন, আমরাও গত সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি। বর্তমান সরকারের অধীনে অনুষ্ঠিত সব নির্বাচন দেখেছি। নির্বাচনের আগেই নির্বাচন সম্পন্ন হয়ে যাচ্ছে। এ জন্য দায়ী ইসি। স্বাধীন ইসির দায়িত্ব সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। তারা স্বাধীনভাবে কাজ করছে না। তারা সরকারের তাঁবেদারি করছে। সরকারের নিয়ন্ত্রণে কাজ করছে। এ জন্য জনগণের ভোটাধিকার প্রয়োগ সম্ভব হচ্ছে না। দলের সাংগঠনিক অবস্থা সম্পর্কে আল্লামা সৈয়দ বাহাদুর শাহ বলেন, মহামারী করোনা সত্ত্বেও সাংগঠনিকভাবে দল গোছানো ও ঘরোয়া পরিবেশে কাজ করে যাচ্ছি। জাতীয় দিবসগুলো পালনের পাশাপাশি আমাদের বিভিন্ন শাখার কাউন্সিল, কর্মী সম্মেলন, প্রশিক্ষণ সভা এসব কাজ ভালোই চলছে। তিনি বলেন, সভা-সমাবেশের সুযোগ সব দলের জন্যই বর্তমানে সংকুচিত। ইসলামী দলগুলো প্রসঙ্গে তিনি বলেন, ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল পলিসির কারণে ব্রিটিশ আমল থেকেই মুসলমানরা বহুধাবিভক্ত। ইসলামী রাজনৈতিক শক্তি নাজুক অবস্থায় রয়েছে। এসব কারণে ইসলামী দলগুলোর মধ্যে বিভক্তি ক্রমে বেড়েই চলেছে। দেশের সামগ্রিক পরিস্থিতি প্রসঙ্গে বলেন, দেশের সার্বিক অবস্থা কোনোভাবে সন্তোষজনক নয়। আইনশৃঙ্খলা, খাদ্য, শিক্ষা সব ক্ষেত্রে চলছে অরাজকতা, অনিয়ম ও লুটতরাজ। অনেকটা ‘জোর যার মুল্লুক তার’ অবস্থা। বিরোধী রাজনৈতিক দলগুলো প্রসঙ্গে বলেন, সরকারের ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো ও সরকারকে সঠিক পথে চালানোর মতো দেশে শক্তিশালী বিরোধী দল বলতে কোনো দল আছে বলে আমার মনে হয় না। করোনা মোকাবিলা প্রসঙ্গে আল্লামা সৈয়দ বাহাদুর শাহ বলেন, এ মহামারী মোকাবিলায় সরকারের সফলতা সন্তোষজনক। অতিদ্রুততম সময়ে টিকা নিয়ে আসা ও তা প্রয়োগে ভূমিকা রাখায় সত্যিই বর্তমান সরকার প্রশংসার দাবিদার।

সর্বশেষ খবর