রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

টিকাগ্রহীতা ২৯ লাখ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে এক দিনে ১ লাখ ৩৩ হাজার ৮৩৩ জন টিকা নিয়েছেন। গতকাল টিকা নেওয়া এসব মানুষের মধ্যে ৮০ হাজার ৭৬১ জন পুরুষ আর ৫৩ হাজার ৭২ জন নারী। গত ২৭ জানুয়ারি টিকা উদ্বোধনের পর এ পর্যন্ত দেশে টিকা নিয়েছেন ২৯ লাখ ৮৪ হাজার ৭৭৩ জন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, মোট টিকা গ্রহীতার মধ্যে ১৯ লাখ ৩৭ হাজার ২৬ জন পুরুষ ও ১০ লাখ ৪৭ হাজার ৭৪৭ জন নারী। সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ৭১১ জনের মধ্যে। গতকাল ঢাকা বিভাগে ৫০ হাজার ৩৯১ জন, ময়মনসিংহ বিভাগে ৪ হাজার ৩৭৮ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ হাজার ৯৭৬ জন, রাজশাহী বিভাগে ১৪ হাজার ৫৩ জন, রংপুর বিভাগে ১০ হাজার ৫১০ জন, খুলনা বিভাগে ১৭ হাজার ৬২৩ জন, বরিশাল বিভাগে ৫ হাজার ৯৫ জন, সিলেট বিভাগে ৫ হাজার ৮০৭ জন টিকা নিয়েছেন।

রাজধানীতে টিকা নিয়েছেন ২৬ হাজার ৮৫৭ জন। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) টিকা নিয়েছেন ১ হাজার ২২৩ জন, সরকারি কর্মচারী হাসপাতালে ৫৫৭ জন, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ১ হাজার ২৭৭ জন, সংক্রামক ব্যাধি হাসপাতালে ৪৭০ জন, কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ৯৯৮ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১ হাজার ৩২০ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৯৫০ জন। রাজধানীর টিকা কেন্দ্রগুলোতে টিকা নেওয়ার পর সাতজনের মধ্যে মৃদু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকা নিতে নিবন্ধন করেছেন ৪২ লাখ ১৩ হাজার ৭৫৬ জন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর