কঠোর নিষেধাজ্ঞা জারির পর প্রথম দিনের লেনদেনে উত্থান হয়েছে শেয়ারবাজারে। মতিঝিলের ব্রোকারেজ হাউসে বিনিয়োগকারীদের পদচারণা না থাকলেও লেনদেনের পরিমাণও বেড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, প্রযুক্তি ব্যবহার করে ঘরে বসেই সবাই লেনদেন করছেন। দিন শেষে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর ছিল ঊর্ধ্বমুখী। জানা গেছে, সরকার ঘোষিত কঠোর নিষেধাজ্ঞার মধ্যে গতকাল ছিল প্রথমদিনের লেনদেন। সপ্তাহের শেষদিনের লেনদেন শুরু থেকেই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শুরু হয়। লেনদেন শেষে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৫১.৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩১০.১৮ পয়েন্টে। ডিএসইতে পুরো সপ্তাহ জুড়ে উত্থানের মধ্যেই লেনদেন হয়েছে। চারদিনের লেনদেন শেষে ৫৪ পয়েন্ট বেড়েছে সূচক। তবে প্রথম দিন রবিবার ৯০ পয়েন্টের বেশি দরপতন হয়েছিল। বাকি দুদিন উত্থান হয়। ডিএসইতে গতকাল ৫৫৫ কোটি ৫৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৪৩ কোটি ৬৬ লাখ টাকা বেশি। ডিএসইতে ৩৫৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ২১৬টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর কমেছে ৯০টির এবং ৪৯টির দর অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৮৭.২৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৮১.৭০ পয়েন্টে। সিএসইতে ২২৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪৯টির দর বেড়েছে, কমেছে ৬১টির আর ১৯টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৯ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
শিরোনাম
- সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ খালি
- ইলিশের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো যাবে না : মৎস্য উপদেষ্টা
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি স্বয়ংক্রিয় সফটওয়্যারে শুরু জুলাইয়ে
- ‘ভারতের অন্যায় আবদারের কাছে আমরা মাথানত করবো না’
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : নায়াব ইউসুফ
- চাঁদা আদায় বন্ধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
- রায় মেনে ভারতকে সিন্ধু পানি চুক্তি বাস্তবায়নের আহ্বান জানাল পাকিস্তান
- ভোটকেন্দ্র নীতিমালার গেজেট প্রকাশ, ডিসি-এসপির কমিটি ও ইভিএম বাদ
- গাজা যুদ্ধে সেনা হতাহতের সংখ্যা জানাল ইসরায়েল
- সাজা মওকুফ হওয়ায় মুক্তি পেলেন যাবজ্জীবন সাজা পাওয়া ১৩ আসামি
- মঙ্গলবার থেকে আমদানি-রফতানির সব সনদ অনলাইনে জমা বাধ্যতামূলক
- ‘জনগণের ভাষা বুঝতে পেরে দ্রুত সময়ে নির্বাচনের ঘোষণা সরকার’
- এবার নিউইয়র্কের তহবিল বন্ধের হুমকি দিলেন ট্রাম্প
- স্বাস্থ্যকেন্দ্রে ‘মমতা’ প্রকল্প বন্ধের খবরে দুশ্চিন্তায় চরাঞ্চলের প্রসূতিরা
- ডেঙ্গু পরীক্ষার ফি নির্ধারণ করেছে সরকার
- প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
- বিএম কলেজের প্রশাসনিক ভবনে তালা
- আমেরিকায় যেভাবে ভয়ানক আসক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ‘লাফিং গ্যাস’
- দল নিবন্ধন : আবেদন যাচাই-বাছাইয়ের দায়িত্বে ইসির ৭ কর্মকর্তা
- বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে মতবিনিময় সভা
ঘরে বসে লেনদেনে উত্থান শেয়ারবাজারে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর