সোমবার, ১৫ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

গুজব থেকে দূরে থাকতে হবে

- ছায়েদুর রহমান

গুজব থেকে দূরে থাকতে হবে

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) সভাপতি মো. ছায়েদুর রহমান বলেছেন, শেয়ার দর প্রতিদিন ওঠানামা করছে। নানা ধরনের গুজব বাজারে ছড়িয়ে শেয়ার দর ওঠানামার ঘটনা বাজারে আছে। একটি অংশ আছে তারা নানা ধরনের গুজব ছড়ায়। এসব গুজব থেকে সবাইকে দূরে থাকতে হবে। গুজবে অংশ নিলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাই বেশি। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর সব দেশের শেয়ারবাজারেই গুজব থাকে। গুজবের কোনো ভিত্তি থাকে না। তাই যারা শেয়ারবাজারে বিনিয়োগ করবেন তাদের বুঝে লগ্নি করতে হবে। বাংলাদেশ প্রতিদিনকে ছায়েদুর রহমান বলেন, প্রতিদিন শেয়ার দর ওঠানামা করে। এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। যিনি বিনিয়োগ করবেন তিনি কোথায় বিনিয়োগ করছেন তা বুঝেই শেয়ারবাজারে আসতে হবে। যেভাবে ঝুঁকি নেবেন মুনাফাও তেমনি হবে। বর্তমানে শেয়ারবাজার শক্তিশালী অবস্থানে রয়েছে। বিনিয়োগকারীদেরও আস্থার কোনো ঘাটতি নেই। তিনি বলেন, শেয়ারবাজারে বিনিয়োগ করতে হবে দীর্ঘ সময়ের জন্য। প্রতিদিন যারা মুনাফা করতে চায় তাদের জন্য এই বাজার নয়। কিছু শেয়ার ছোট থাকবে। কিছু শেয়ারের দর অতিমূল্যায়িত থাকবে। অতিমূল্যায়িত শেয়ারে বিনিয়োগ করলে ঝুঁকি বেশি হবে। মূলধন হারানোর আশঙ্কা তৈরি হতে পারে। এটা বিনিয়োগকারীকেই বুঝতে হবে। বাজার কাউকে বলে দেবে না কোথায় বিনিয়োগ করতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর