সোমবার, ১০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

থ্রি হুইলার-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল তিন শিক্ষার্থীর

প্রতিদিন ডেস্ক

বাগেরহাটে থ্রি হুইলার-ট্রাক সংঘর্ষে প্রাণ গেছে মাদরাসার তিন ছাত্রের। এছাড়া সড়ক দুর্ঘটনায় পাবনা তিনজন এবং রংপুর ও ময়মনসিংহে মারা গেছেন একজন করে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-

বাগেরহাট : খুলনা-মোংলা মহাসড়কে থ্রি হুইলার-মালবাহী ট্রাকের সংঘর্ষে তিন মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিন শিক্ষার্থী। ফকিরহাট উপজেলার শ্যামবাগাত মুন স্টার জুট মিলের সামনে শনিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-বাগেরহাট সদর উপজেলার রনজিতপুর গ্রামের আব্দুল্লাহ মাহমুদ (২২), রামপালের ঝনঝনিয়া গ্রামের আব্দুল গফুর (২০) ও সাতক্ষীরার কালিগঞ্জের সালাউদ্দিন (১৯)। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। বাকি দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহতরা বাগেরহাট সদর উপজেলার হাকিরমপুর মাদ্রাসার ছাত্র। তারা খুলনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ শেষ থ্রি-হুইলার যোগে মাদ্রাসায় ফিরছিলেন। পাবনা : সদর উপজেলায় গতকাল সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। জানা যায়, উপজেলার আতাইকুলায় ট্রাকের ধাক্কায় মারা গেছেন ভ্যানচালকসহ দুজন। আহত হয়েছেন আরও একজন। এছাড়া উপজেলার জোতআদম এলাকায় করিমনের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেছে এক শিক্ষার্থীর। নিহতরা হলেন, সদর উপজেলার পুটিগাড়ার তারণ আলীর ছেলে রবিউল ইসলাম (৬৫), কফিল উদ্দিনের ছেলে আব্দুল মোমিন (৪৫) ও শ্রীকৃষ্টপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে মাদ্রাসা ছাত্র সাজ্জাদ হোসেন (১৮)।

রংপুর : কাউনিয়া উপজেলায় গতকাল সকালে অজ্ঞাত গাড়িচাপায় মৃত্যু হয়েছে তাজুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবলের। তাজুল কুড়িগ্রাম সদর উপজেলার গোপালের খামার এলাকার আব্দুস সালামের ছেলে। পীরগাছা থানায় কর্মরত ছিলেন। এক দিনের ছুটিতে গ্রামের বাড়ি এসেছিলেন তাজুল।  ছুটি শেষে  কর্মস্থলে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ : নান্দাইলে বাসচাপায় মাজেদা আক্তার (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন। ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাজেদা নান্দাইল ইউনিয়নের রসুলপুর গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী। স্থানীয়রা জানান, রাস্তা পারাপারের সময় দ্রুতগতির বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর