শনিবার, ৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

সামাজিক বিরোধে ১৬ খুন

কমছেই না সহিংসতা

প্রতিদিন ডেস্ক

সামাজিক বিরোধে ১৬ খুন

সামাজিক ও জমিজমা নিয়ে বিরোধে এক দিনে দেশের ১৪ জেলায় অন্তত ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে চাঁদপুরে জমি নিয়ে ভাই-ভাতিজার হাতে সিরাজুল ইসলাম (৫০), নোয়াখালীর হাতিয়ায় প্রতিবেশী আবুল হাসেম মাঝি (৫০) ও রাজবাড়ীর গোয়ালন্দে মজনু শেখ (৪৩) নিহত হয়েছেন। এ ছাড়া হবিগঞ্জে রাস্তা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ ইসাক মিয়া, মাদারীপুরে প্রবাসীর স্ত্রীকে প্রেম করে বিয়ে করায় মোবাইল টেকনিশিয়ান আজম, নওগাঁর ধামইরহাটে গৃহবধূ রেশমা, নড়াইল সদরের গৃহবধূ আছিয়া বেগম (২২), নাটোরের লালপুরের গৃহবধূ শুকতারা, নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই গৃহবধূ ও কিশোরগঞ্জের ভৈরবে বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী নিহত হয়েছেন। পাশাপাশি ফেনীতে অজ্ঞাত যুবকের অর্ধগলিত গলাকাটা মৃতদেহ, গাইবান্ধা ও ময়মনসিংহে মেহগনি গাছে ঝুলন্ত কৃষকের লাশ, কলাপাড়ায় ধান খেত থেকে কিশোরী ও নারায়ণগঞ্জের ফতুল্লায় অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো খবর-

চাঁদপুর : জেলার কচুয়ায় জমি নিয়ে বিরোধে ভাই-ভাতিজার হাতে সিরাজুল ইসলাম (৫০) খুন হয়েছেন। গতকাল সকালে পৌরসভার কড়ইয়ার প্রধানীয়া বাড়িতে ঘটনাটি ঘটে। পুলিশ এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- নিহতের বড় ভাই তাজুল ইসলাম, তার স্ত্রী রহিমা বেগম ও ছেলের বউ তামান্না বেগম।

নিহত সিরাজুল ইসলামের স্ত্রী মাকসুদা বেগম জানান, আমার স্বামী ও আমি ঘরে ছিলাম। এ সময় আমার ভাসুর তাজুল ইসলাম (৬০), তার স্ত্রী রহিমা বেগম (৪৫) ও ছেলে সাইফুল (৩২) ও আবির (২৪) ঘরে ঢুকে আচমকা মারধর শুরু করে। এক পর্যায়ে আমার স্বামী জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় চিৎকার শোনে বাড়ির লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। পরে বাড়ির লোকজন আমার স্বামীকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কয়েক বছর ধরে আমার ভাসুরের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল। তারা পরিকল্পিতভাবে আমার স্বামীকে হত্যা করেছে। হবিগঞ্জ : জেলার লাখাইয়ে রাস্তা নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে ইসাক মিয়া নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ইসাক মিয়া উপজেলার বামৈ পূর্বপাড়ার মৃত হাজী রহমান মিয়ার ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাদারীপুর : সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রেম করে বিয়ে করায় আজম মাতুব্বর নামে এক মোবাইল ফোন টেকনিশিয়ানকে হাতুড়িপেটা করে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর পল্লীবিদ্যুতের সামনে তাকে হাতুড়িপেটা করা হয়। ময়মনসিংহ : জেলার নান্দাইলে হাবিবুর রহমান (৫৫) নামের এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল ১০টার দিকে নান্দাইল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বরবরি বিলের পাশে থাকা মেহগনি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নওগাঁ : জেলার ধামইরহাটে স্ত্রী রেশমাকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গোলাম মোস্তফা রিভেনকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুরে উপজেলার আলমপুর ইউনিয়নের চককালু এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রিভেন একই এলাকার আবুল কালামের ছেলে। গাইবান্ধা : জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের যোগীপাড়া থেকে গতকাল অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রাজবাড়ী : জেলার গোয়ালন্দে জমি সংক্রান্ত বিরোধের জেরে মো. মজনু শেখ (৪৩) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।  বৃহস্পতিবার হামলায় আহত হয়ে দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নড়াইল : এক গৃহবধূকে গলা কেটে ও পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের সড়াতলা গ্রামে নিজ ঘরে তাকে হত্যা করা হয়। নিহত আছিয়া বেগম (২২) ওই গ্রামের রনি শেখের স্ত্রী। নাটোর: জেলার লালপুরে শুকতারা নামের একজন গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এঘটনায় গতকাল গৃহবধূর স্বামী সাকিব হোসেনকে আটক করেছে থানা পুলিশ। আটক সাকিব উপজেলার ভাটপাড়া গ্রামের সাহীন হোসেনের ছেলে। বৃহ¯পতিবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে শাকিবের ঘরে তার স্ত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে বলে জানা গেছে। রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : জেলার রূপগঞ্জে পারিবারিক কলহের জের ধরে একদিনে পৃথক স্থানে জান্নাতুল ফেরদৌস (২৩) ও বৃষ্টি আক্তার (২২) নামে দুই গৃহবধূ হত্যার ঘটনা ঘটেছে। গতকাল ভোরে উপজেলার তারাব পৌরসভার মৈকুলী ও গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। কিশোরগঞ্জ : জেলার ভৈরবে সাবেক স্ত্রীর সঙ্গে যোগাযোগ করায় বর্তমান স্বামীর ছুরিকাঘাতে রুবেল মিয়া ওরফে রবিন নামের এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত জাবেদকে আটক করেছে পুলিশ। নোয়াখালী : হাতিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে আবুল হাসেম মাঝি (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় দ্বীপ উপজেলার বুড়িরচর ইউনিয়নের রহমত বাজারে এ ঘটনা ঘটে। নিহত আবুল হাসেম মাঝি ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রেহানিয়া গ্রামের আলী আজ্জমের ছেলে। ফেনী : ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর কসকা এলাকা থেকে যুবকের অর্ধগলিত মরদেহ গলাকাটা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। কলাপাড়া(পটুয়াখালী) : জেলার কলাপাড়ায় ধান ক্ষেত থেকে মোসা.সাকিবুন নাহার নামে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার লতাচাপলী ইউনিয়নের আলীপুর গ্রাম থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত কিশোরী ওই  গ্রামের ইমাম হোসেন মাঝির মেয়ে বলে জানা গেছে। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার মো.আবুল খায়ের জানান, ঘটনা শুনে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠনো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। নারায়ণগঞ্জ : জেলার ফতুল্লায় অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল ৮টার দিকে ফতুল্লা মডেল থানার পিলকুনী মোল্লাবাড়ী মসজিদের সামনের ডোবা থেকে নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজওয়ান হক দীপু জানান, ভিকটিমের বয়স আনুমানিক ৩০-৩৫ বছর হবে। মরদেহের গলায় কালো দাগ রয়েছে। 

ধারণা করছি বৃহস্পতিবার রাতে দূর্বৃত্তরা তাকে হত্যা করে ডোবায় ফেলে রেখে গেছে। নিহতের পরণে জিন্স প্যান্ট ও গায়ে নীল রংয়ের ফতুয়া রয়েছে ।

তিনি আরও জানার, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর