শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

গভীর রাতে মাঝনদীতে দুই লঞ্চে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ঢাকা থেকে বরিশালের মুলাদীগামী যাত্রীবাহী দুটি লঞ্চে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে কোনো হতাহত না হলেও দুটি লঞ্চের অগ্রভাগ (মাস্তুল) বিধ্বস্ত হয়েছে। লঞ্চ দুটি হলো এমভি অভিযান-৫ এবং এমভি সম্রাট-২। সম্রাট-২ লঞ্চের যাত্রী মো. জোবায়ের জানান, ঢাকা থেকে লঞ্চ দুটি মুলাদীর উদ্দেশে যাচ্ছিল। নদীতে নাব্য কম থাকায় লঞ্চ দুটি বিপরীত দিকে ঘুরিয়ে অন্য একটি চ্যানেল হয়ে গন্তব্যে যাচ্ছিল। রাত সাড়ে ৩টার দিকে লঞ্চ দুটি হিজলার মেঘনার শাখা নদীতে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লঞ্চ দুটির সামনের অংশ বিধ্বস্ত হয়। দুই লঞ্চের ধাক্কায় সম্রাট-২ কাত হয়ে পড়ে যাওয়ার উপক্রম হলেও নদীতে পানি কম থাকায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান যাত্রীরা। শীতের কারণে সামনের অংশে যাত্রী না থাকায় কোনো হতাহত হয়নি। তবে উভয় লঞ্চের যাত্রীরা প্রচ- ভয় পেয়েছেন। দুর্ঘটনার পর সম্রাট-৫ লঞ্চটি দ্রুত চালিয়ে পালিয়ে যায়। তবে এ বিষয়ে কিছুই জানেন না বলে মুঠোফোনে দাবি করেছেন হিজলা থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রহমান, কাজীরহাট থানার ওসি মো. জুবাইর এবং মুলাদী থানার ওসি তুষার কুমার মন্ডল। বরিশাল বিআইডব্লিউটিএও এ বিষয়ে কিছু জানেন না। বরিশাল বিআইডব্লিউটিএর ট্রাফিক পরিদর্শক মো. কবির হোসেন জানান, তাদের কাছে কেউ এ ধরনের অভিযোগ করেনি। এ বিষয়ে খোঁজখবর নিয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর