রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
দলীয় কোন্দলে দুই প্রাণহানি

মাদারীপুরে আওয়ামী লীগ কর্মী নিহত, বাড়ি ভাঙচুর

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই নেতার দ্বন্দ্বের জের ধরে কামাল হোসেন মাদবর (৫০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় কয়েক ডজন বোমা বিস্ফোরণ, বেশ কিছু বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। গতকাল দুপুরে এই ঘটনা ঘটে?। নিহত কামাল মাদবর মাদারীপুর সদর উপজেলার গাছবাড়িয়া গ্রামের সলেমান মাদবরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পেয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান খানের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক লাভলু তালুকদারের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। গত ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে এই দ্বন্দ্ব আরও প্রকট আকার ধারণ করে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে পেয়ারপুর ইউনিয়নে দুই নেতা একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে লাভলু তালুকদার বিজয়ী হন। এরই জের ধরে গতকাল দুই গ্রুপে সংঘর্ষ, বোমাবাজি ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে কামাল মাদবর গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক কামালকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পেয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান লাভলু তালুকদার দাবি করেন, তার সমর্থক কামাল মাদবরকে সাবেক চেয়ারম্যানের লোকজন কুপিয়ে হত্যা করেছে। অপরদিকে সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান খানের দাবি লাভলু তালুকদার নিজেদের লোক দিয়ে ওই হত্যা করিয়ে এখন দায় চাপাচ্ছে তার ওপর। মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এই ঘটনায় নিহত কামাল মাদবরের পরিবার থেকে মামলা দিলেই পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

সর্বশেষ খবর