গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন ভোগড়া পেয়ারাবাগান এলাকার গার্মেন্ট এক্সেসরিজ ব্যবসায়ী রবিউল ইসলাম পুলিশের নির্যাতনে মারা যাননি। তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তবে তার মৃত্যুর ঘটনায় পুলিশের দায়িত্ব পালনে গাফিলতির প্রমাণ পাওয়া গেছে। ডিএমপির অতিরিক্ত কমিশনারের নেতৃত্বে গঠিত কমিটির তদন্তে এ তথ্য পাওয়া গেছে বলে গতকাল এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোল্ল্যা নজরুল ইসলাম। এ সময় জিএমপির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোল্ল্যা নজরুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, মোবাইল অনলাইনে বিট কয়েনের মাধ্যমে জুয়া খেলার অভিযোগে গার্মেন্ট এক্সেসরিজ ব্যবসায়ী রবিউল ইসলামকে আটক করে বাসন থানা পুলিশের দুই এএসআই মাহবুবুর রহমান ও নুরুল ইসলাম। গত ১৭ জানুয়ারি রাতে তাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। থানা থেকে বের হয়ে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। রবিউল থানা হেফাজতে বা পুলিশের নির্যাতনে মারা যাননি এটা নিশ্চিত। চিকিৎসকের সার্টিফিকেটে রবিউল ইসলামের মৃত্যু সড়ক দুর্ঘটনার কারণে হয়েছে বলে উল্লেখ রয়েছে। তাছাড়া রবিউলের মৃত্যু সড়ক দুর্ঘটনার কারণে হয়েছে বলে তার পরিবারও দাবি করেছে। জিএমপি কমিশনার বলেন, ঘটনার পরপরই ওই থানার দুজন এএসআই মাহবুবুর রহমান ও নুরুল ইসলামকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। এ ছাড়াও বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু খানকে ঘটনার কয়েকদিন পর তার দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে বরখাস্তের সুপারিশ করে মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) বরাবর তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। ওই ব্যবসায়ীর মৃত্যুর এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তারা হলেন- জিএমপির অতিরিক্ত কমিশনার দেলোয়ার হোসেন, উপকমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মো. শামসুর রহমান, অতিরিক্ত উপকমিশনার (অপরাধ) খায়রুল ইসলাম।
শিরোনাম
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
- নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় জনগণের সন্দেহ ঘনীভূত হচ্ছে : রিজভী
- সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে জখম
- সিরি বিতর্কে সাড়ে ৯ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল!
- বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন
- নতুন সংবিধান না হলে নতুন বাংলাদেশ বলা যাবে না : নাহিদ ইসলাম
- বেরোবিতে উচ্ছ্বাস ছড়াচ্ছে পালাম ফুলের মনকাড়া সৌন্দর্য
- পাকিস্তান ক্রিকেটে অনিশ্চয়তা, পিএসএলের পর বন্ধ ঘরোয়া ক্রিকেটও
- গরমে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আম
- গরমে প্রতিদিন তিল খেলে মিলবে যে উপকার
- কলাপাড়ায় খাল দখলমুক্ত করতে মাঠে নামলো প্রশাসন
ব্যবসায়ীর মৃত্যু দুর্ঘটনায়ই তবে গাফিলতি ছিল : পুলিশ
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর