মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ব্যবসায়ীর মৃত্যু দুর্ঘটনায়ই তবে গাফিলতি ছিল : পুলিশ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন ভোগড়া পেয়ারাবাগান এলাকার গার্মেন্ট এক্সেসরিজ ব্যবসায়ী রবিউল ইসলাম পুলিশের নির্যাতনে মারা যাননি। তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তবে তার মৃত্যুর ঘটনায় পুলিশের দায়িত্ব পালনে গাফিলতির প্রমাণ পাওয়া গেছে। ডিএমপির অতিরিক্ত কমিশনারের নেতৃত্বে গঠিত কমিটির তদন্তে এ তথ্য পাওয়া গেছে বলে গতকাল এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোল্ল্যা নজরুল ইসলাম। এ সময় জিএমপির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোল্ল্যা নজরুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, মোবাইল অনলাইনে বিট কয়েনের মাধ্যমে জুয়া খেলার অভিযোগে গার্মেন্ট এক্সেসরিজ ব্যবসায়ী রবিউল ইসলামকে আটক করে বাসন থানা পুলিশের দুই এএসআই মাহবুবুর রহমান ও নুরুল ইসলাম। গত ১৭ জানুয়ারি রাতে তাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। থানা থেকে বের হয়ে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। রবিউল থানা হেফাজতে বা পুলিশের নির্যাতনে মারা যাননি এটা নিশ্চিত। চিকিৎসকের সার্টিফিকেটে রবিউল ইসলামের মৃত্যু সড়ক দুর্ঘটনার কারণে হয়েছে বলে উল্লেখ রয়েছে। তাছাড়া রবিউলের মৃত্যু সড়ক দুর্ঘটনার কারণে হয়েছে বলে তার পরিবারও দাবি করেছে। জিএমপি কমিশনার বলেন, ঘটনার পরপরই ওই থানার দুজন এএসআই মাহবুবুর রহমান ও নুরুল ইসলামকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। এ ছাড়াও বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু খানকে ঘটনার কয়েকদিন পর তার দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে বরখাস্তের সুপারিশ করে মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) বরাবর তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। ওই ব্যবসায়ীর মৃত্যুর এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তারা হলেন- জিএমপির অতিরিক্ত কমিশনার দেলোয়ার হোসেন, উপকমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মো. শামসুর রহমান, অতিরিক্ত উপকমিশনার (অপরাধ) খায়রুল ইসলাম।

সর্বশেষ খবর