মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ভয়ে পাঁচ দিনেও মামলা করেনি পরিবার

চমেকে চার ছাত্রকে নির্যাতন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) প্রধান ছাত্রাবাসে ৮ ফেব্রুয়ারি গভীর রাতে ছাত্রলীগের নেতা-কর্মীরা চার ছাত্রকে ডেকে নিয়ে নির্যাতন করে। দুজনকে রাখা হয় আইসিইউতে। এরই মধ্যে শনিবার দুপুরে গিয়ে আইসিইউতে চিকিৎসাধীন আহতদের হুমকি দেওয়া হয়। কিন্তু ঘটনার পর পাঁচ দিন পার হলেও এখনো পরিবার বা আহতদের কেউ থানায় মামলা বা অভিযোগ করেননি। উল্টো ভয়ে আতংকিত রয়েছেন আহত ও তাদের পরিবার। তাছাড়া অভিযোগ আছে, এমনিতে আহতদের পরিবার শঙ্কায় দিন পার করছিল। তারা এড়িয়ে চলছেন গণমাধ্যম। এর মধ্যে শনিবার আইসিইউতে গিয়ে হুমকি দেওয়ার পর সবার মধ্যে আরও আতঙ্ক-ভয় বেড়ে গেছে। ফলে আহত চার পরিবারের মধ্যে এখনো কেউ মামলা বা অভিযোগ করার সাহস পাননি। চমেকের ৬২তম ব্যাচের চতুর্থ বর্ষের (নতুন) শিক্ষার্থী আহত এম এ রায়হানের পিতা মো. আবু জামাল বলেন, এ ঘটনায় মামলা বা অভিযোগের বিষয়ে এখনো বলতে পারছি না। তবে চমেক হাসপাতালের আইসিইউতে গিয়ে আহতদের হুমকি দেওয়ার ঘটনায় আমরাও আতঙ্কিত। তাই মামলা বা অভিযোগের বিষয়ে এখনো কিছু বলতে পারছি না। অবসরপ্রাপ্ত এই শিক্ষক বলেন, আমার সন্তানের অবস্থা এখন উন্নতির দিকে। তার ঘা এবং দাগগুলো এখন শুকাচ্ছে। চিকিৎসকরা বলছেন, এগুলো শুকাতে সময় লাগবে।

সর্বশেষ খবর